Connect with us
ফুটবল

শুধু বাংলাদেশ নয় নেপালের সমর্থকরাও মিস করবেন হামজাকে

hamza choudhury bangladesh
হামজা চৌধুরী। ছবি- সংগৃহীত

ভক্ত-সমর্থকদের হতাশ করে নেপালের বিপক্ষে খেলছেন না হামজা চৌধুরী। লেস্টার সিটির হয়ে আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচে চোট পান তিনি। চোট গুরুতর না হলেও অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচ মাথায় রেখে ঝুঁকি নিতে চাননি টিম বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা।

এদিকে হামজাকে ঘিরে উচ্ছ্বাস শুধু বাংলাদেশেই নয়, ছিল নেপালেও। দেশটির খুদে ভক্তদেরও প্রত্যাশা ছিল তাকে মাঠে দেখার।

আজ সংবাদ সম্মেলনে নেপাল দলের অধিনায়ক কিরণ চেমজং বলেন, আমরাও হামজাকে দেখতে চেয়েছিলাম। নেপালে স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীরাও তাকে দেখার জন্য মুখিয়ে ছিল। এমন বড় মাপের একজন খেলোয়াড়কে আমাদের স্টেডিয়ামে খেলতে দেখলে ভালো লাগত। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বিপক্ষে সে খেলতে পারছে না।



তবে বাংলাদেশ দলে হামজার অনুপস্থিতিকে বাড়তি সুবিধা হিসেবে দেখছেন না নেপালের অস্ট্রেলিয়ান কোচ ম্যাট রস।

তিনি বলেন, ‘হামজা থাকুক বা না থাকুক, বাংলাদেশ কিন্তু শক্তিশালী দল নিয়েই খেলবে। হামজার বিকল্প যে আছে সেও উচ্চমানের পেশাদার খেলোয়াড়। তাই আমাদের জন্য তেমন কোনো পার্থক্য হবে না।’

hamza choudhury bangladesh

hamza choudhury

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সর্বশেষ খেলেছিল ২০২২ সালে। সে ম্যাচে নেপাল জিতেছিল ৩-১ গোলে। আগের সাফল্যে আত্মবিশ্বাসী রস কালকের প্রীতি ম্যাচ নিয়েও আশাবাদী।

তিনি বলেন, ছেলেদের বলেছি ম্যাচের ফলাফলের ৯০ শতাংশ নির্ভর করছে আমাদের ওপর। বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি আমরা। আশা করি, শারীরিকভাবে কঠিন এক খেলা হবে। আমরা জেতার জন্য মরিয়া।

ক্রিফোস্পোর্টস/৫সেপ্টেম্বর২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল