Connect with us
ক্রিকেট

সিলেট নয়, ঢাকাতেই পর্দা উঠবে বিপিএলের!

BPL 2026
ঢাকাতে শুরু হচ্ছে বিপিএলের প্রথম পর্ব। ছবি- ক্রিফো স্পোর্টস

অনেক বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী পর্ব সিলেটে আয়োজনের কথা ভাবছিল আয়োজক কর্তৃপক্ষ। সবশেষ ২০১৭ সালে বিপিএলের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল সিলেটে। তবে এবার সিলেটে বিপিএল শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা আর হচ্ছে না। বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠবে ঢাকাতেই।

কয়েকদিন আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু সিলেটে পর্দা উঠবে বিপিএলের। তার আগে ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল তাদের। তবে এবার জানা গেল, সিলেটে হচ্ছে না উদ্বোধনী পর্ব। ঢাকাতেই শুরু হবে বিপিএলের প্রথম পর্ব।

মূলত বিপিএল শুরু হবে ডিসেম্বরের শেষদিকে। সে সময় শীতকালীন ছুটি এবং নতুন বছর সামনে রেখে সিলেটে অনেক পর্যটক থাকবে। জানা গেছে, সিলেটে অসংখ্য পর্যটকদের চাপ থাকায় সেই সময়ে পর্যাপ্ত হোটেল ফাঁকা পাওয়া যাচ্ছে না। আর এজন্যই বাধ্য হয়ে ঢাকাতেই প্রথম পর্ব আয়োজন করতে চায় ককর্তৃপক্ষ। যদিও এ বিষয়ে এখনো অফিশিয়াল কোনো ঘোষণা দেয়নি বিপিএল গভর্নিং কাউন্সিল।



এবারও বিপিএল আয়োজিত হবে তিনটি ভেন্যুতে। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম। ঢাকায় প্রথম পর্ব শেষে সিলেটে পাড়ি জমাবে দলগুলো। এরপর সিলেটে দ্বিতীয় পর্ব শেষে চট্টগ্রামে যাবে তারা। চট্টগ্রামে তৃতীয় পর্ব শেষে ফের ঢাকায় পাড়ি জমাবে দলগুলো।

বিপিএল শুরুর সময়েও পরিবর্তন এনেছে বিসিবি। শুরুতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, ১৯ ডিসেম্বর শুরু হবে বিপিএলের দ্বাদশ আসর এবং পর্দা নামবে ১৬ জানুয়ারি। তবে নতুন সূচি অনুযায়ী বিপিএল শুরু সময় এক সপ্তাহ পিছিয়ে ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে। এরপর ২৩ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

এদিকে বিপিএল সামনে রেখে গতকাল (৩০ নভেম্বর) নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলাম থেকে পছন্দমতো খেলোয়াড় নিয়ে দল গঠন করেছে ৬টি ফ্রাঞ্চাইজি। নিলামের আগে দুজন করে দেশি ও বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ পেয়েছিল তারা। অবশ্য নিলামের পরও সরাসরি চুক্তিতে খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ আছে ফ্রাঞ্চাইজিগুলোর।

ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট