Connect with us
ক্রিকেট

বিপিএলের মঞ্চ মাতালেন ‘নগর বাউল’ জেমস

বিপিএলের মঞ্চ মাতালেন ‘নগর বাউল’ জেমস
নগর বাউল জেমস। ছবি- গুগল

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ফাইনাল ম্যাচ। এর আগে বিপিএলের সমাপনী অনুষ্ঠানে গান করে মঞ্চ মাতালেন নগর বাউল নামে খ্যাত জনপ্রিয় সংগীত শিল্পী জেমস।

সমাপনী অনুষ্ঠানে জেমসের উপস্থিত হওয়ার কথা আগে থেকেই জানা গিয়েছিল। এক টিকিটের জেমসের কনসার্ট ও বিপিএলের ফাইনাল ম্যাচ উপভোগ করতে আগে-ভাগেই স্টেডিয়ামে ভিড় জমায় খেলাপ্রেমী মানুষেরা। এর মাঝেই অধিকাংশ জেমস ভক্তকেও দেখা যায়।

বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে স্টেডিয়ামে উপস্থিত হন নগর বাউল। তবে সঙ্গে সঙ্গে মঞ্চে উঠেন। বিকেল ৫টা নাগাদ মঞ্চে ওঠেন তিনি। এরপর শুরু হয় তার গান গাওয়া। ‘কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না.. গানটি প্রথমে গেয়েছেন তিনি। এরপরও গেয়েছেন অনেক গান।



উল্লেখ্য, জেমসের আগে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিল ওয়াজফেজ ও মাকসুদ।

আরও পড়ুন: বিপিএলের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে সিলেট, একাদশে আছেন যারা

ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৩/এমএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট