নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়ে দিলেন, বিপিএলে ওপেনার হাবিবুর রহমান সোহানের ওপর তিনি বাড়তি চাপ দিতে চান না। বরং চান, সোহান যেন নিজের স্বাভাবিক ব্যাটিংয়েই দলকে এগিয়ে নেন। তাই পুরো আসর জুড়েই তাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে নিজের মত খেলার জন্য।
সুজনের সঙ্গে সোহানের সম্পর্ক অনেক দিনের। রাজশাহীর বাংলা ট্র্যাক একাডেমিতে তার হাতে প্রশিক্ষণ নিয়েই বড় হয়েছেন এই ওপেনার। দুই বছর আগে প্রথম বিপিএলে সুযোগও পেয়েছিলেন সুজনের হাত ধরে। তখন খুব একটা সফল না হলেও, সময়ের সঙ্গে বেড়েছে তার পরিণতভাব আর আত্মবিশ্বাস। সাম্প্রতিক পারফরম্যান্সও সেটার প্রমাণ মিলছে।
সম্প্রতি এশিয়ান রাইজিং স্টার্স ক্রিকেটে হংকংয়ের বিপক্ষে ৩৫ বলে ১০০ রান এবং ভারতের বিপক্ষে ৬৫ রানের ইনিংসের পর সুজন মনে করছেন, সোহানের আগ্রাসী ব্যাটিংটাই নোয়াখালীর ব্যাটিং অর্ডারের বড় শক্তি হতে পারে।
সুজন বলেন, “আমি চাই সোহান যেন শুরু থেকেই ছন্দে থাকে। তাকে পুরো স্বাধীনতা দেওয়া হবে। সে নিজের মতোই খেলবে।” তার সহজাত ব্যাটিংয়ে কোন পরিবর্তন আনা হবে না।
নোয়াখালী কোচের প্রত্যাশা শুধু সোহানের মধ্যেই সীমাবদ্ধ নয়। শুরুর দিকে জুটি হিসেবে সাব্বির হোসেনকেও গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। তাদের দুজনের ওপর ভরসা করেই ব্যাটিং পরিকল্পনা সাজাতে চান সুজন।
তার মতে, “সোহান আর সাব্বির যেদিন খেলবে, সেদিন ম্যাচটা অনেক সহজ হয়ে যাবে। ওরা যদি রান করে দেয়, মিডল অর্ডারের কাজ সহজ হয়ে যায়। অবশ্যই জানি, ওদের স্টাইল আক্রমণাত্মক, তাই প্রতিদিন রান করা কঠিন। কিন্তু যখন ওরা খেলবে, একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।” তাদের ওদের প্রতি খুব বেশি প্রত্যাশার চাপ দিব না। তবে ওরা যেদিন খেলবে সেদিন যেন ম্যাচটা বের করে নিয়ে আসে সেটাই তাদের প্রতি আমার বার্তা থাকবে।
নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন সেজন্য ওপেনিং জুটির ওপরই বেশি ভরসা রাখছে। দলটির লক্ষ্য, শুরুর দিককার ব্যাটসম্যানদের আগ্রাসী ব্যাটিং এর সুবিধা নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা।
ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৫/টিএ