প্রথমবার বিপিএলে নাম লিখিয়ে নোয়াখালী এক্সপ্রেস আশানুরূপ শুরুটা পায়নি। টানা ছয় ম্যাচ হেরে দলটি লজ্জার রেকর্ডও গড়েছিল। তবে শেষ দিকে টানা দুই জয়ে সেই হতাশার মধ্যেও দেখা দিয়েছে প্লে অফের সম্ভাবনার। তবে বাস্তবতা কঠিন হলেও কাগজে–কলমে এখনও প্লে–অফের হিসাব থেকে পুরোপুরি ছিটকে যায়নি নোয়াখালী।
এমন পরিস্থিতিতে দলটির পাকিস্তানি পেসার ইহসানউল্লাহ নোয়াখালীর ভবিষ্যৎ নিয়েই বেশি আশাবাদী। তাঁর মতে, এবারের মৌসুমে নোয়াখালী প্রথমবার হিসেবে অনেক কিছুই শিখেছে। আর সেই শেখার ফল মিলবে আগামী আসরে।
বুধবার ঢাকা পর্ব শুরুর আগের দিন অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইহসানউল্লাহ। সেখানেই আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন, নোয়াখালী নতুন দল, তাই শুরুতে ধাক্কা খাওয়াটা অস্বাভাবিক নয়। তাঁর বিশ্বাস, এবার না হলেও আগামী মৌসুমে শিরোপা জিতবে নোয়াখালী।
ইহসানউল্লাহর মতে, ‘নোয়াখালী প্রথমবার বিপিএলে এসেছে। নতুন দলের জন্য সময় লাগে। ইনশাআল্লাহ শেষটা ভালো হবে। আর যদি এই মৌসুমে চ্যাম্পিয়ন না হতে পারি, তাহলে পরের মৌসুমে অবশ্যই হবো।’
টানা দুই ম্যাচ জয়ের পর প্লে–অফের সম্ভাবনা নিয়ে ভাবছেন তিনি। যদিও সেটা অন্য ম্যাচের ফল আর রান রেটের ওপর নির্ভর করছে। ইহসানউল্লাহ জানালেন, সমর্থকদের পাশে পেয়ে দল নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। তিনি বলেন, ‘আমরা পরপর দুইটা ম্যাচ জিতেছি। সামনে আরও দুইটা ম্যাচ আছে। রান রেট ভালো থাকলে সুযোগ তৈরি হতে পারে। কিছু ম্যাচের ফল আমাদের পক্ষে এলে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে।’
বাংলাদেশে আবার খেলতে পেরে ভালো লাগার কথাও জানান এই গতিতারকা। একই সঙ্গে তিনি আলাদা করে প্রশংসা করেন নোয়াখালীর তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দিপুর। ইহসানউল্লাহ বলেন, ‘আমাদের দলে দিপু নামে একজন ব্যাটার আছে। ওকে আমার অনেক পছন্দ। খুব ভালো প্রতিভা।’
ঢাকা পর্বে নোয়াখালীর সামনে এখন কঠিন সমীকরণ।সামনের দুই ম্যাচ জিতেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের জয় পরাজয়ের উপর।
ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৬/টিএ
