বিপিএলে নবাগত দল হিসেবে আশানুরূপ শুরু করতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। প্রথম চার ম্যাচে হেরে টেবিলের তলানিতে অবস্থান করছে তারা। আজ ঢাকার বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে রান সংগ্রহ করে। মোহাম্মদ নাবি ও অধিনায়ক হায়দার আলীর ৬১ বলে ৯০ রানের পার্টনারশিপে দলকে লড়াকু সংগ্রহ এনে দেয়।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি নোয়াখালীর। ইনিংসের শুরুতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
মাত্র ১৮ রানেই তিন ব্যাটারকে হারায় নোয়াখালী। এরপর স্কোরবোর্ডে ৪০ রান উঠতেই আরও দুই উইকেট পড়ে যায়। ওপেনার হাবিবুর রহমান সোহান ৬ রান করেন। সৌম্য সরকার ১, মুনিম শাহরিয়ার ২ এবং মাহিদুল ইসলাম অঙ্কন ৪ রান করে সাজঘরে ফেরেন। টপ অর্ডারের ধারাবাহিক এই ব্যর্থতায় চাপে পড়ে যায় নোয়াখালী।
মাঝের ওভারে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মাজ সাদাকাত। তবে বড় ইনিংস গড়তে পারেননি তিনি। নাসির হোসেনের বলে ১৯ বলে ২৪ রান করে আউট হন এই ব্যাটার।
এরপর ইনিংসের দায়িত্ব নেন মোহাম্মদ নবী ও হায়দার আলি। ষষ্ঠ উইকেটে তারা গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। ৬৪ বলে তাদের ৯০ রানের এই জুটিতে ভর করেই নির্ধারিত ২০ ওভার শেষে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন।
ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে হায়দার আলি খেলেন ৩৬ বলে ৪৭ রানের ইনিংস। অন্যদিকে মোহাম্মদ নবী ৩২ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে ঢাকার জয়ের জন্য প্রয়োজন ১৩৪ রান।
ঢাকার হয়ে এদিন দুর্দান্ত বল করেন ইমাদ ওয়াসিম। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করে ১ উইকেট নেন তিনি। এছাড়া তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসির হোসেন, জিয়াউর রহমান শারিফি ও আব্দুল্লাহ আল মামুন ১ টি করে উইকেট নেন।
ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২৬/টিএ
