অঙ্কনের ফিফটি ও জাকেরের ঝোড়ো ব্যাটিংয়ে চাপ সামলে দিনের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য সিলেটকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস।
ম্যাচে টসে জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিক সিলেট। তবে ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি নোয়াখালী, মোহাম্মদ আমিরের বলে দলীয় শূন্য রানেই বিদায় নেন সাদাকাত। দলীয় ৯ রানে সোহানকে ফেরান খালেদ আহমেদ।
কোনো রান না করেই ফেরেন পাকিস্তানি ব্যাটার হায়দার আলী। ৯ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নোয়াখালী। অঙ্কনকে সাতে নিয়ে চাপ সামলানোর চেষ্টা করেন অধিনায়ক সৈকত আলি। ২৯ বলে ২৪ করে দলীয় ৪১ রানে ফেরেন সৈকত।
ভালো করতে পারেনি সাব্বির হোসাইন। ১৫ বলে ১৫ করে ফেরেন এই স্পিন অলরাউন্ডার। তবে ফিফটি তুলে নিয়েছেন অঙ্কন। শেষদিকে জাকের আলির ঝোড়ো ২৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে উইকেটে ১৪৩ রান করে নোয়াখালী।
জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে সিলেটের প্রয়োজন ১৪৪ রান।
ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৫/এআই
