বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে মাঠের লড়াইয়ের চেয়েও বেশি আলোচনায় আছেন সিলেট টাইটান্সের ফ্র্যাঞ্চাইজি উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। এর আগে বিপিএলকে গোনার ‘টাইম নেই’ বলে শোরগোল ফেলে দেওয়া ফাহিম আজ এলিমিনেটর ম্যাচ চলাকালীন আবারও সংবাদমাধ্যমের সামনে এসে কড়া মন্তব্য করেছেন।
রংপুর রাইডার্সের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে দলের অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে ফাহিম আল চৌধুরী বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অন্যান্য কোনো ধরনের দলকে গোনার টাইম নেই। আমরা সিলেটি, আমরা একলাই একশ। সিলেটের মানুষের দোয়া, শাহজালালের মাটির মানুষ আমরা, আমরা অনেক আবেগী মানুষ।
সিলেটের ঐক্যের কথা উল্লেখ করে তিনি সরাসরি ঘোষণা দেন, আমরা সবাই ঐক্যবদ্ধ। এবার কাপ নিয়ে আমরা সিলেটেই যাব। ২৩ তারিখে আপনাদের দাওয়াত।
সিলেট যদি ফাইনালে ওঠে, তবে সমর্থকদের জন্য অভাবনীয় এক উদ্যোগের কথা জানিয়েছেন তিনি। ফাহিম জানান, দর্শকদের গ্যালারিতে আনতে কোনো কার্পণ্য করবে না ফ্র্যাঞ্চাইজিটি।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারের সাথে কথা বলছি। যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ ফ্লাইট বুকিং করব। বাস সার্ভিসেও সিলেটবাসীকে নিব।
এর আগে বিপিএলের কড়া সমালোচনা করেছিলেন ফাহিম। আজ সেই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিপিএল ভালোই… সব কিছু ঠিক আছে। ঠিক আছে আরকি! ওদেরকে খুশি করলাম আরকি। আসলে কিচ্ছু ঠিক নাই।
ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৬/এসএ
