Connect with us
ক্রিকেট

ম্যাচ জেতা ছাড়া কোনো অপশন নেই : লিটন

No option but to win the match: Liton
লিটন দাস। ছবি- সংগৃহীত

গতকাল পর্দা উঠেছে ২০২৫ এশিয়া কাপের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকংকে হারিয়ে আসর শুরু করেছে আফগানিস্তান। আগামীকাল (বৃহস্পতিবার) হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

এবারের এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য শিরোপা জয়। মহাদেশীয় এই টুর্নামেন্টে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে এসে এমনটাই জানিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। এবার হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগের দিনও লিটন জানিয়ে দিলেন, কতটা আত্মবিশ্বাসী তিনি।

আবুধাবিতে কাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু এখনো জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের উইকেট দেখা হয়নি লিটনদের। তবে আফগানিস্তান-হংকংয়ের প্রথম ম্যাচ দেখে লিটন ধারণা করছেন, উইকেট বেশ ভালো। তাই জয়ের বিকল্প দেখছেন না তিনি।



ম্যাচের আগের দিন আজ (বুধবার) সংবাদ সম্মেলনে আসেন লিটন। এ সময় তিনি বলেন, ‘উইকেট দেখার এখনো সুযোগ হয়নি। কিন্তু আগের ম্যাচটি দেখেছি কিছুটা, দেখে মনে হয়েছে উইকেট ভালোই হবে। আমাদের মাইন্ডসেট একটাই, ম্যাচ জেতা ছাড়া এখানে কোনো অপশন নেই।’

এর আগেও আবুধাবিতে অনেক ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে প্রবাসি দর্শকদের উপস্থিতি ছিল অনেক। বাংলাদেশের ম্যাচ দেখতে আসা এসব প্রবাসি সমর্থকদের প্রশংসা করেন লিটন। এবারের এশিয়া কাপেও তাদের উপস্থিতি কামনা করছেন তিনি।

এই টাইগার অধিনায়ক বলেন, ‘এটা বাংলাদেশ দলের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। এখানে আমরা অনেক সমর্থকদের পাই, যারা আমাদের মাঠের পারফরম্যান্স বুস্টআপ করতে সাহায্য করে। অবশ্যই আমি চাইবো তারা আসুক এবং খেলাটা উপভোগ করুক।’

টোয়েন্টিতে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-হংকং। ২০১৪ সালে চট্টগ্রামে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল টাইগাররা। এক দশকের বেশি সময় আগের সেই অঘটনের ইতিহাস ভুলে এবার নতুন কিছু উপহার দেয়ার অপেক্ষায় লিটনরা।

ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট