
ভাঙা পা নিয়ে ব্যাট হাতে নেমেও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এক অনন্য ইনিংস খেলেছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত। সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে তিনি ৭৫ বলে ৫৪ রানের কার্যকর এক ইনিংস উপহার দিয়েছেন, যেখানে ছিল তিনটি চার ও দুটি ছক্কার মার। কিন্তু এই ইনিংস শুধু রানেই নয়, গড়েছে ইতিহাসের পাতায় একাধিক রেকর্ডও।
এই ইনিংস শেষে চলতি সিরিজে পন্থের মোট রান দাঁড়িয়েছে ৪৭৯, যা ইংল্যান্ডের মাটিতে কোনও টেস্ট সিরিজে উইকেটকিপার-ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ। ১৮৮৪ সাল থেকে শুরু হওয়া ইংল্যান্ডের পূর্ণাঙ্গ টেস্ট ইতিহাসে গত ১৪১ বছরে এই কীর্তি গড়তে পারেননি আর কেউ। এর আগে রেকর্ডটি ছিল ইংলিশ উইকেটকিপার অ্যালেক স্টুয়ার্টের দখলে, যিনি ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন ৪৬৪ রান।
এছাড়া ভারতের পক্ষে এক সিরিজে উইকেটকিপার হিসেবে সর্বাধিক ৫০+ ইনিংস খেলার রেকর্ডও গড়েছেন পন্ত। ইতোমধ্যে তার এমন ইনিংসের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে, যা ছাড়িয়ে গেছে মহেন্দ্র সিং ধোনি ও ফারুখ ইঞ্জিনিয়ারের ৪টি করে হাফসেঞ্চুরির রেকর্ডকে।
ইংল্যান্ডের মাটিতে পন্থের ৫০+ ইনিংস এখন ৯টি, যা ভারতের হয়ে এর আগে সর্বোচ্চ ছিল ধোনির (৮টি)।
আরও পড়ুন:
»পাকিস্তান দলের সমালোচনা করে যা বললেন রমিজ রাজা
»টানা চার জয়ে সেমিফাইনাল নিশ্চিত আর্জেন্টিনার
এছাড়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনেও এখন পন্থ। ৩৮ ম্যাচে তার মোট রান ২৭৩১, যা রোহিত শর্মার ২৭১৬ রানকেও ছাড়িয়ে গেছে।
সবশেষ ইনিংসে দুটি ছক্কা হাঁকিয়ে পন্থ তার টেস্ট ক্যারিয়ারে মোট ছক্কার সংখ্যা ৯০-এ উন্নীত করেছেন। এর ফলে তিনি ভারতের হয়ে টেস্টে সর্বাধিক ছক্কার রেকর্ডে বীরেন্দ্র সেহওয়াগের পাশে এসে দাঁড়িয়েছেন।
ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৫/এসএ/এনজি
