প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। যেখানে হয়তো দলগতভাবে তেমন কোনও ফলাফল বয়ে আনতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তবে একাই গোটা টুর্নামেন্টে উড়ে চলেছেন বাংলাদেশি আমিরুল ইসলাম। এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের চারটাতেই করেছেন হ্যাটট্রিক।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে কঠিন তিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। যার মধ্যে দুটিতে পরাজয়ের বিপরীতে এক ম্যাচে ড্র করে চার দলের মধ্যে তৃতীয় অবস্থানে ছিল যুবারা। ফলে পরবর্তী রাউন্ডে আর যাওয়া হয়নি বাংলাদেশের। তবে সকল দলের মধ্যে নিজেদের অবস্থান নির্ধারণী ম্যাচে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আর এই পথেই গোটা টুর্নামেন্টে বড় বড় দলের সকল খেলোয়াড়দের পেছনে ফেলে সর্বোচ্চ গোল সংগ্রাহকের তালিকায় সবার উপরে নিজের নাম লিখে রেখেছেন বাংলাদেশি আমিরুল ইসলাম। চলমান জুনিয়র হকি বিশ্বকাপে মাত্র পাঁচ ম্যাচ খেলে এখন পর্যন্ত মোট ১৫ গোল করেছেন তিনি।
এর আগে অবস্থান নির্ধারণী ম্যাচে ওমানকে পরাজিত করে হকি বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সেখানে একাই সর্বোচ্চ ৫ গোল করেছিলেন আমিরুল। এরপর দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারানোর ম্যাচে গতকাল আবারও হ্যাটট্রিক করেন তিনি।
চলমান টুর্নামেন্টে তার ধারে কাছেও নেই অন্য কোন খেলোয়াড়ের গোল সংখ্যা। এই তালিকার দ্বিতীয় অবস্থানে যৌথভাবে থাকা স্পেনের ব্রুনো আভিলা ও দক্ষিণ কোরিয়ার লি-মিন-হুক করেছেন সমান ৯টি করে গোল। পরের অবস্থানে থাকা ইংল্যান্ডের কাদেন দেইসে ও নিউজিল্যান্ডের জন্টি এলমেস করেছেন ৭টি করে গোল।
জুনিয়র হকি এই বিশ্বকাপে বাংলাদেশের সামনে রয়েছে আরো একটি ম্যাচ। আগামীকাল ৮ ডিসেম্বর ২৪ জাতির এই টুর্নামেন্টে ১৭তম অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপপর্বে শক্তিশালী অস্ট্রেলিয়া ও ফ্রান্সের বিপক্ষে ভালো খেলেও পরাজিত না হলে আরও ভালো অবস্থানে থাকতে পারত বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৫/এফএএস