Connect with us
ক্রিকেট

এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে নেই বাংলাদেশের কেউ, আছেন যারা

No Bangladeshi in Asia Cup commentary panel, here’s who made the list
এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেল আছেন শাস্ত্রী, গাভাস্কার, ওয়াসিম, ওয়াকাররা। ছবি- সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল (মঙ্গলবার) পর্দা উঠছে এশিয়া কাপের ১৭তম আসরের। মহাদেশীয় এই টুর্নামেন্ট শুরুর একদিন আগে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) তারকাবহুল ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। 

এবারের এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে আছে অনেক বড় বড় নাম। তবে অবাক করা বিষয় হলো এবারের ধারাভাষ্য প্যানেলে ঠাই পায়নি বাংলাদেশের কেউ।

সাধারণত কোনো আইসিসি ইভেন্ট কিংবা এসিসির এশিয়া কাপের মতো বড় ইভেন্ট গুলোতে সবসময়ই দেখা যায় বাংলাদেশের কোনো ধারাভাষ্যকারকে। বিশেষ করে আতহার আলী খান কিংবা শামীম চৌধুরী লাল-সবুজদের প্রতিনিধিত্ব করে থাকেন। তবে এবার থাকছেন না দুজনের কেউই। তাই ধারাভাষ্য প্যানেলে শোনা যাবে না তাদের পরিচিত কন্ঠ।



এবারের আসরের ধারাভাষ্য প্যানেলে সবচেয়ে বেশি ৫ ধারাভাষ্যকার আছেন ভারত থেকে। তারা হলেন—রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, সঞ্জয় মাঞ্জরেকার ও রবিন উথাপ্পা। পাকিস্তান থেকে আছেন ৩ জন—বাজিদ খান, ওয়াকার ইউনিস ও ওয়াসিম আকরাম। এ ছাড়া শ্রীলঙ্কা থেকে রাসেল আর্নল্ড এবং নিউজিল্যান্ড থেকে আছেন সাইমন ডুল।

এ ছাড়া হিন্দি ভাষায়ও ধারাভাষ্য প্রচারিত হবে। এই প্যানেলে থাকবেন বীরেন্দ্র শেবাগ, ইরফান পাঠান, অজয় জাদেজা, অভিষেক নায়ার এবং সাবা করিম।

এবারের টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে মোট ৮ দল অংশ নেবে। এই দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপে ‘এ’ তে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যেখানে তাদের সঙ্গী হিসেবে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আর ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টের ফাইনালসহ মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/৮সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট