Connect with us
ফুটবল

ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনায় থাকতে নেইমারের নতুন সিদ্ধান্ত

Neymar
নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে ফেরার লক্ষ্য এখনও ছাড়েননি নেইমার। সেই লক্ষ্য সামনে রেখেই শৈশবের ক্লাব সান্তোসে আরও এক বছর থাকার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন চুক্তিতে নেইমার থাকছেন ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণার কথা রয়েছে আগামী মে মাসে। 

দীর্ঘ চোট কাটিয়ে মাঠে ফেরার পর নিজেকে আবারও প্রাসঙ্গিক করে তুলতে চান ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। গত নভেম্বরে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরে সান্তোসের হয়ে খেলেছেন সাত ম্যাচ। করেছেন পাঁচ গোল, যার মধ্যে ছিল জুভেনতুদের বিপক্ষে একটি হ্যাটট্রিক। এই সময়টায় দলের অধিনায়ক হিসেবেও মাঠে নামতে দেখা গেছে তাকে। তবে ফেরার আনন্দের রেশ কাটতে না কাটতেই নতুন করে চোটে পড়েছেন নেইমার। সম্প্রতি তার বাম হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন তিনি।

৩১ ডিসেম্বর সান্তোসের সঙ্গে আগের চুক্তির মেয়াদ শেষ হয় নেইমারের। এরপর ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো প্রস্তাব নয়, বরং নিজের ফিটনেস আর ধারাবাহিক খেলার জায়গা হিসেবেই সান্তোসকে বেছে নিয়েছেন তিনি। মূলত কার্লো আনচেলত্তির বিশ্বকাপ ভাবনায় নিজেকে আনার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ব্রাজিল কোচিং স্টাফ নেইমারের জন্য দরজা পুরোপুরি বন্ধ করেনি। তবে নিয়মিত খেলা, ম্যাচ ফিটনেস আর ধারাবাহিক পারফরম্যান্স এই তিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাকে।



হাঁটুর চোটের কারণে ২০২৩ সালের সেপ্টেম্বরের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি নেইমারের। বার্সেলোনা ও পিএসজি ছাড়ার পর আল হিলালে গিয়ে চোটে পড়েন বারবার। সেখান থেকে সান্তোসে ফেরার পরও ইনজুরির কারণে মোট ৮৯টি ম্যাচ মিস করেছেন তিনি। তবুও গত মৌসুমে সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে বড় ভূমিকা রাখেন। লিগেও করেন ১১ গোল ও চারটি অ্যাসিস্ট।

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হলেও জাতীয় দলে ফেরার পথটা নেইমারের জন্য সহজ নয়। এখন পর্যন্ত ১২৮ ম্যাচে তার গোল ৭৯টি। বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এবার বাড়তি প্রস্তুতির পথ বেছে নিয়েছেন তিনি। জানা গেছে, ব্রাজিলের পরিচিত ফিজিওথেরাপিস্ট এদুয়ার্দো সান্তোসের তত্ত্বাবধানে বিশেষ চিকিৎসা নিচ্ছেন নেইমার।

চোট, বয়স কিংবা অনিশ্চয়তা নেইমারকে কখনো থামাতে পারেনি। বিশ্বকাপের বছর সামনে রেখে সান্তোসেই নিজের শেষ বড় স্বপ্নের প্রস্তুতি সারতে চান তিনি।

ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল