নিজের শৈশবের ক্লাব সান্তোসে নেইমারের প্রত্যাবর্তনের গল্পে যোগ হয়েছে আরেকটি নাটকীয় অধ্যায়। গতকাল সোমবার হাঁটুর অস্ত্রোপচার হয়েছে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডের। সান্তোস জানিয়েছে, অস্ত্রোপচারটি সফল হয়েছে।
এদিকে আগামী মৌসুমের শুরুতে নেইমারের মাঠে ফেরা ও জাতীয় দলে ফেরা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
সান্তোস এক বিবৃতিতে জানিয়েছে, ‘নেইমার সোমবার (২২ ডিসেম্বর) সকালে নেইমারের অস্ত্রোপচার করা হয়েছে। মিডিয়াল মেনিস্কাসের ক্ষত সারাতে আর্থ্রোস্কপি করা হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে, তিনি এখন ভালো আছেন।’
সান্তোস আরও জানায়, নেইমার তার দীর্ঘদিনের ফিজিওথেরাপিস্ট রাফায়েল মার্টিনির তত্ত্বাবধানে পুনর্বাসন শুরু করবেন। দু-এক দিনের মধ্যে হাসপাতাল ছাড়বেন।
তার ক্লাব সান্তোস আশা করছে, এই অস্ত্রোপচার ২০২৬ মৌসুমের আগে নেইমারকে আরও ভালো ফিটনেসে ফিরতে সহায়তা করবে।
সৌদি ক্লাব আল-হিলালে নেইমারের ক্যারিয়ার দীর্ঘ হয়নি ইনজুরির কারণে। আল-হিলাল ছেড়ে সান্তোসে ফিরে রাখনে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে হাঁটুর ইনজুরিটা নেইমারকে অনেক ভুগিয়েছে। ইনজুরির ধাক্কায় নাজেহাল একটি বছর পার করার পর ২০২৫ সালের সেরি আ মৌসুম শেষে মেনিস্কাসে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি ব্যথা নিয়েই খেলেছেন। মাঠে দুর্দান্ত খেলে সান্তোসকে ভরাডুবি থেকে রক্ষা করতে ভূমিকা রেখেছেন। এর মধ্যে ৩–০ গোলের একটি জয়ও ছিল। সেই ম্যাচের জয়ে ভর করে লিগে টিকে থাকে সান্তোস।
মৌসুম শেষে অবনমন এড়ানোর পর নেইমার বলেন, ‘আমি এ কারণেই এসেছিলাম- যতটা সম্ভব দলকে সাহায্য করার চেষ্টা করেছি। গত কয়েকটি সপ্তাহ আমার জন্য খুব কঠিন ছিল। যারা আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করেছেন, তাদের ধন্যবাদ। এখন আমাকে বিশ্রাম নিতে হবে এবং হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।’
এদিকে আগামী ৩১ ডিসেম্বর সান্তোসে সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। ফলে তার ক্লাব ফুটবলের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে।
২০২৬ বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নির্ভর করবে খেলোয়াড়ের শারীরিক প্রস্তুতি ও প্রতিযোগিতামূলক ফর্মের ওপর —ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি
স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, সান্তোস ও নেইমারের চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে। ক্লাবের চাহিদা ও নেইমারের ব্যক্তিগত লক্ষ্য- এই দুই বিষয়ই আলোচনায় প্রাধান্য পাচ্ছে। বিশেষ করে ২০২৬ ফিফা বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার লক্ষ্য নেইমারের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় প্রভাব ফেলছে।
ফিরতে কত সময় লাগবে, বিশ্বকাপে খেলার সম্ভাবনা কতটা
অস্ত্রোপচারটি ‘মিনিমালি ইনভেসিভ’ (রোগীর সেরে উঠতে কম সময় লাগে) হলেও সময়ের কারণে সান্তোসের প্রাক-মৌসুমের বড় একটি অংশ নেইমারের মিস করার শঙ্কা রয়েছে। জানুয়ারির শুরুতে অনুশীলন শুরু হওয়ার কথা এবং এরপরই শুরু হবে ক্যাম্পিওনাতো পাউলিস্তা। এই সময়টা মূলত ফিটনেস ফিরে পাওয়ার দিকেই মনোযোগ দেওয়ার সম্ভাবনা বেশি।
ক্লাব ও নেইমারের মেডিকেল টিম যৌথভাবে পুনর্বাসন পরিকল্পনা তৈরি করবে, যাতে ক্লাবের দায়িত্ব ও আন্তর্জাতিক ফুটবলের লক্ষ্য- দুটোর মধ্যে ভারসাম্য রাখা যায়।
ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নির্ভর করবে খেলোয়াড়ের শারীরিক প্রস্তুতি ও প্রতিযোগিতামূলক ফর্মের ওপর।
ব্রাজিল কোচের এমন স্পষ্ট বার্তা নেইমার সমর্থকদের হতাশার। কেননা এই মুহূর্তে নেইমারের বিশ্বকাপ খেলা নিশ্চিত নয়।
ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৫/এসএ


