Connect with us
ফুটবল

ইনজুরি নিয়েও নেইমারের হ্যাট্রিক, টিকে রইলো সান্তোস

Junior Neymar
হ্যাট্রিক করে নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান লিগে টিকে থাকার লড়াইয়ে বড় স্বস্তির জয় পেয়েছে সান্তোস। বুধবার রাতে আলফ্রেদো জাকোনি স্টেডিয়ামে জুভেনতুদেকে ৩–০ গোলে হারিয়েছে দলটি। তিন গোলই করেছেন নেইমার। এই জয়ে শেষ রাউন্ডের ম্যাচে নিজেদের চেষ্টায় লিগে টিকে থাকার সুযোগ ধরে রেখেছে সান্তোস।

১৫ হাজারের বেশি দর্শকের সামনে ম্যাচের শুরুটা সান্তোসের ভালো ছিল না। জুভেনতুদে বল দখল রেখেছে, সুযোগও তৈরি করেছে। তালিয়ারি একটি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। সান্তোসও প্রথমার্ধে সুযোগ পেয়েছিল, কিন্তু গিলহেরমে তা নষ্ট করেন, যা নি সমর্থকরাও বেশ বিরক্ত।

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘোরান নেইমার। ৫৪ মিনিটে গিলহেরমের দারুণ পাস থেকে গোলটি করেন তিনি। গোলের পর সান্তোস একটু হালকা স্বস্তি ফিরে পায় এবং ২০ মিনিটে দ্রুত আক্রমণে নেইমার ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ভিএআরের মাধ্যমে লাউতারো দিয়াজের ওপর ফাউল দেখে পেনাল্টি পাওয়া যায়। ৭৩ মিনিটে স্পটকিক থেকে নেইমার তৃতীয় গোলটি করেন।



২০২২ সালের এপ্রিলের পর এই প্রথম এক ম্যাচে তিন গোল করলেন নেইমার। পুরো ম্যাচেই তিনি ছিলেন আত্মবিশ্বাসী, আর জুভেনতুদে শেষদিকে আর প্রতিরোধ গড়তে পারেনি।

এই জয়ে সান্তোসের পয়েন্ট দাঁড়িয়েছে ৪৪। শেষ রাউন্ডে ভিলা বেলমিরোতে ক্রুজেইরোর বিপক্ষে জিতলে অবনমন এড়াতে আর কারও ফলাফলের দিকে তাকাতে হবে না তাদের।

ব্রাজিলের লিগ টেবিলে রেলিগেশন লড়াই শেষ রাউন্ডে গিয়ে দাঁড়িয়েছে নাটকীয় অবস্থায়। সান্তোস এখনো নিরাপদ হলেও ব্যবধান খুব সামান্য। তাদের নিচেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে সিয়ারাঁ, ফোর্তালেজা, ভিতোরিয়া এবং ইন্টারনাসিওনালের মধ্যে। রবিবার রাতে শেষ রাউন্ডেই ঠিক হবে সান্তোস কি লিগে টিকে থাকবে, নাকি নামতে হবে দ্বিতীয় স্তরে।

বর্তমানে ১৪তম স্থানে থাকা সান্তোসের সংগ্রহ ৪৪ পয়েন্ট, ১১টি জয়, গোল ব্যবধান মাইনাস আট। তাদের ঠিক নিচে সিয়ারাঁ ও ফোর্তালেজা, দু’দলই ৪৩ পয়েন্টে অবস্থান করছে। সিয়ারাঁর হাতে এখনো রাতের ম্যাচ বাকি, যা পয়েন্ট টেবিলকে আরও জটিল করে দিতে পারে। ১৭তম স্থানে থাকা ভিতোরিয়ার পয়েন্ট ৪২, আর ১৮তম স্থানে ইন্টারনাসিওনাল ৪১ পয়েন্টে রয়েছে এবং তারা ম্যাচে পিছিয়েও আছে।

সব মিলিয়ে, নিচের পাঁচ দলের ভাগ্য ঝুলে আছে শেষ দিনের ফলাফলের ওপর।

ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল