সান্তোস যখন অবনমনের কাছাকাছি, তখনই দলের সবচেয়ে ভরসার নাম নেইমার জুনিয়র আবার ইনজুরিতে পড়লেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম, অস্ত্রোপচারের কথাও ভাবা হচ্ছিল। কিন্তু নেইমার সেটা মানেননি। ইনজুরির বাধা পেরিয়ে তিনি অনুশীলনে ফিরেছেন, তারপর মাঠেও নেমেছেন। আর মাঠে নামার পর যেন চোটের কোনো ছাপই নেই। উল্টো তার অসাধারণ গোল আর অ্যাসিস্টের কল্যাণে ৩-০ ব্যবধানে জয় পায় সান্তোস।
ব্রাজিলিয়ান সিরি আ–তে শেষ তিন ম্যাচ হাতে রেখে রেলিগেশন জোনে পড়ে গিয়েছিল সান্তোস। এমন অবস্থায় নেইমারের বাঁ পায়ের মেনিস্কাস ইনজুরি দলকে আরও বিপদে ফেলে। দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার শঙ্কা চিন্তায় ফেলে দিয়েছিল ক্লাবটিকে। তার উপর চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন নেইমারকে যেন এই মূহুর্তে মাঠে না নামানো হয়। কেননা পুরনো এই ইনজুরিতে নতুন করে ব্যাথা যোগ হলে দীর্ঘ সময়ের জন্য আবারও মাঠের বাইরে চলে যেতে হবে এই তারকা ফরোয়ার্ডকে। সবকিছু মিলিয়ে যথেষ্ট চাপেই ছিল নেইমারের দল সান্তোস। কিন্তু সবকিছু উপেক্ষা করে চোট নিয়েই অনুশীলন শুরু করেন নেইমার। সান্তোসের হয়ে মাঠেও নেমে যান।
মাঠে নেমেই বাজিমাত করেন নেইমার। ম্যাচের ২৫ তম মিনিটে ডি বক্সের সামনে সতীর্থের পাস থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে এড়িয়ে নিচু শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। পরে ৬৬ মিনিটে তার কর্নার থেকে জোয়াও স্মিটের হেডে আসে সান্তোসের তৃতীয় গোল। মাঝখানে আরও একটি গোল করে ম্যাচটি ৩-০ ব্যবধানে জয়লাভ করে নেয় দলটি।
আক্রমণে শুরু থেকেই আধিপত্য ছিল সান্তোসের। পুরো ম্যাচে ১৭টি শট নিয়ে তাদের সাতটি ছিল লক্ষ্যে। অন্যদিকে রেসিফে লক্ষ্যে শট রাখতে পেরেছে মাত্র দুইটি।
এই জয়ের মধ্য দিয়ে অবশেষে রেলিগেশন অঞ্চলের বাইরে উঠে এসেছে সান্তোস। ৩৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তারা এখন ১৫ নম্বরে। হাতে রয়েছে আরও দুই ম্যাচ। ইনজুরি নিয়েও নেইমারের এই প্রত্যাবর্তন তাদের বাঁচার লড়াইয়ে নতুন করে সাহস জুগাবে।
ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৫/টিএ
