Connect with us
ফুটবল

এই দিনটি ভুলে যেতে চাইবেন নেইমার, মাঠেই কাঁদলেন!

মাঠেই কান্নায় ভেঙে পড়েন নেইমার। ছবি- সংগৃহীত

ব্রাজিলিয়ান লিগ সিরি আ’তে ইতিহাসের সবচেয়ে বড় হারের স্বাক্ষী হলো নেইমারের দল সান্তোস। ভাস্কো দা গামার বিপক্ষে ৬–০ গোলের হার মেনে নিতে না পেরে ম্যাচ শেষে মাঠেই কান্নায় ভেঙে পড়েন নেইমার। সতীর্থরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি।

প্রথমার্ধে কেবল একটি গোল খেলেও দ্বিতীয়ার্ধে টানা পাঁচবার জালে বল জড়ায় ভাস্কো দা গামা। দুর্দান্ত নৈপুণ্যে জোড়া গোল করেন নেইমারের জাতীয় দল সতীর্থ ফিলিপে কুতিনিও (৫৪ ও ৬২ মিনিটে)। এই জয়ে অবনমন অঞ্চলের বাইরে উঠে এসেছে ভাস্কো; ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তারা আছে ১৬ নম্বরে। সান্তোস ২১ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে।

এর আগে নেইমারের সবচেয়ে বড় হারের অভিজ্ঞতা ছিল ৪–০ গোলে- ২০১১ সালে বার্সেলোনার বিপক্ষে ও ২০১৭ সালে পিএসজির বিপক্ষে। তবে এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল।



ম্যাচ শেষে নেইমার বলেন, আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে পুরোপুরি হতাশ। সমর্থকদের প্রতিবাদের অধিকার আছে। কান্না এসেছে রাগ থেকে, যা ঘটেছে সবকিছুর জন্য।

এই লজ্জাজনক হারের কিছুক্ষণ পরই কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করেছে সান্তোস কর্তৃপক্ষ।

ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল