
ভালবাসা আর দায়িত্ববোধ থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে এখন পরিস্থিতি ভিন্ন। একটি ঘটনার জেরে ক্লাব ছাড়ার কথা ভাবছেন তিনি।
বুধবার রাতে, ভিলা বেলমিরোতে ইন্টারন্যাশনালের বিপক্ষে ২-১ গোলে হারের পর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ম্যাচের শেষদিকে নেইমারের একটি গোল বাতিল হয়ে যায়, যা সান্তোসের জন্য বড় ধাক্কা ছিল।
এরপর ম্যাচ শেষে এক উত্তেজিত সমর্থকের সঙ্গে বিতণ্ডায় জড়ান নেইমার। সেই সমর্থক মুখের ওপর কটু কথা বলে বসেন যার পাল্টা জবাব দেন নেইমার নিজেও।
পরবর্তীতে সেই সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চাইলেও, বিষয়টি নেইমারকে ভীষণভাবে আঘাত করেছে।
আরও পড়ুন:
ভুটানে মারিয়া-শামসুন্নাহারের গোল উৎসব, থিম্পুর ২৩-০ গোলের বিশাল জয়
ডি ভিলিয়ার্সের একাদশে নেই শচীন-লারা
ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, “আমি সান্তোসে এসেছি ক্লাবটিকে সাহায্য করতে। কিন্তু যদি ভক্তরা মনে করেন আমি ক্ষতি করছি, তাহলে আমিই আগে সরে যাব।”
তবে একইসঙ্গে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে নেইমার যোগ করেন, “যতদিন শক্তি থাকবে, ততদিন এই ব্যাজের জন্য লড়াই করব, দৌড়াবো এবং গর্জে উঠব।”
সান্তোসে ফেরার পর এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলেছেন নেইমার, গোল করেছেন চারটি এবং করিয়েছেন তিনটি। ব্রাজিলিয়ান লিগে সাত ম্যাচে মাত্র একটি গোল যা সমর্থকদের প্রত্যাশার চেয়ে কমই বটে।
তবে নেইমার স্পষ্ট করে জানিয়েছেন, খেলার পারফরম্যান্স নিয়ে সমালোচনা তার জন্য গ্রহণযোগ্য। কিন্তু ব্যক্তিগত আক্রমণ কিংবা পরিবারকে জড়ানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তার ভাষায়, “পারফরম্যান্স নিয়ে কথা হোক, সমস্যা নেই। কিন্তু আমাকে ‘ভাড়াটে সৈনিক’ বলা কিংবা আমার পরিবারের প্রতি অবমাননাকর কথা বললে সেটা সহ্য করা কঠিন। আমিও মানুষ, সবসময় নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।”
এই ঘটনার পর নেইমারের সান্তোসে ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অনেকে মনে করছেন, যে কোনো সময় হঠাৎ করে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন তিনি।
ক্রিফোস্পোর্টস/ ২৫ জুলাই ২৫/ এমএ
