Connect with us
ফুটবল

২ বছর পর নেইমারের জোড়া গোল, এবার ফিরতে চান জাতীয় দলে

Neymar scores brace for Santos
জোড়া গোল করে সান্তোসকে জিতিয়েছেন নেইমার। ছবি- সংগৃহীত

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র নিজেকে পুরোনো রূপে ফিরে পেতে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছেন। আগামী বছরের বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলে ফেরার জন্যও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে মাঠের লড়াইয়ে তার সবচেয়ে বড় বাধা ইনজুরি। চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েও বেশ কয়েকবার ইনজুরিতে পড়েছেন তিনি। অবশেষে ২০২২ সালের পর এই প্রথম টানা পাঁচটি ম্যাচে খেলতে পেরেছেন নেইমার। আর পঞ্চম ম্যাচে এসে জোড়া গোলে দলকে জিতিয়েছেন এই ফরোয়ার্ড।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ব্রাজিলিয়ান সিরিআর ম্যাচে জুভেন্টুদের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে সন্তোস। এই ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক নেইমার। তাতে প্রায় দুই বছর পর জোড়া গোলের দেখা পেলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন এই সুপারস্টার।

এদিন জুভেন্টুডের বিপক্ষে ম্যাচের ৩৭ মিনিটেই দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। তিন মিনিট পর আলভারো ব্যারিয়ালের গোলে লিড ডাবল করে নেয় সান্তোস। তবে বিরতিতে যাওয়ার আগে এক গোল শোধ দেয় জুভেন্টুড।



২-১ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু পর দুই দলের মধ্যে চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। দ্বিতীয় গোল শোধ দেওয়ার জন্য অনেক চেষ্টা করে জুভেন্টুড। তবে ম্যাচের নির্ধারিত সময়ের ১০ মিনিট দলকে আরো একবার এগিয়ে দেন নেইমার। ৮০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন এই তারকা। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে গুরুত্বপূর্ণ ৩টি পয়েন্ট নিশ্চিত করে সান্তোস। এতে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে অবস্থান করছে ব্রাজিলের এই ক্লাবটি।

এদিকে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের ফেরার চেষ্টায়ও আছেন নেইমার। ২০২৩ সালে অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বড় ইনজুরিতে পড়ার পর আর জাতীয় দলে ফেরা হয়নি তার। গত জুনে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন নেইমার। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি তিনি। তবে এবার সেপ্টেম্বর উইন্ডোতে জাতীয় দলে ফিরতে মুখিয়ে আছেন এই তারকা।

সান্তোসকে জিতিয়ে জাতীয় দলে ফেরার আশা ব্যক্ত করে নেইমার বলেন, ‘আমার স্টাইল সম্পর্কের সবারই জানা। এখন আমি খেলার জন্য প্রস্তুত। আমি একজন অ্যাথলেট। আগের চেয়ে এখন ভালো বোধ করছি। বাকি সিদ্ধান্তটা তাদের।’

আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লড়বে ব্রাজিল। ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে লড়বে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। নেইমার পুরোপুরি ফিট থাকলে এই ম্যাচগুলোতে ব্রাজিলের জার্সিতে দেখা যেতে পারে তাকে।

ক্রিফোস্পোর্টস/৫আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল