
সম্প্রতি সান্তোস এফসির সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন নেইমার জুনিয়র। আর নতুন চুক্তিতে দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল এবং অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। এতে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে তার দল। আর মৌসুমে দলটির হয়ে নিজের চতুর্থ গোলের দেখা পেলেন নেইমার।
আজ শুক্রবার দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়ার বিপক্ষে সান্তোস জিতেছে ৩–১ গোলে। যেখানে প্রথমার্ধেই গোল করেছেন নেইমার। এর কিছুক্ষণ বাদেই এক গোল করতে সহায়তাও করেন তিনি। আর বিরতির পর নেইমার কথা বলেছেন নিজের শারীরিক অবস্থা প্রসঙ্গে।
এদিন শুরুর একাদশে মাঠে নামলেও বিরতির পর উঠে পড়েন নেইমার। তখন সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘বেশ কিছুদিন খেলার বাইরে ছিলাম। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে আবার শুরু করার জন্য এই প্রীতি ম্যাচ গুরুত্বপূর্ণ। আমি ভালো অনুভব করছি। প্রথমবার আসার পর থেকে এখনকার তুলনাই হয় না। ধীরে ধীরে শারীরিকভাবে উন্নতি করছি আমি।’
আরও পড়ুন:
» সাকিবকে পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছেন গুলবাদিন
» সাকিবকে মিস করছে দেশের ক্রিকেট, বলছেন রুবেল হোসেন
দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আজ ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। নিখুঁত ফিনিশিংয়ে তার করা এই স্কোর ঠেকাতে পারেননি প্রতিপক্ষ গোলরক্ষক। আর ৩১ মিনিটে গিয়ের্মে গোল করলে সেখানেও অ্যাসিস্ট করেন এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার।
উল্লেখ্য, লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। ইনজুরির কারণে নিয়মিত মাঠেও নামার সুযোগ পাচ্ছেন না তিনি। এর আগে আল-হিলালে লম্বা সময় থাকাকালীন প্রায় পুরোটা সময়ই চোটের কবলে ছিলেন তিনি। এরপর তার সাথে দলটি আর চুক্তি নবায়ন করতে আগ্রহী না হলে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করতে।
ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৫/এফএএস
