Connect with us
ফুটবল

গুঞ্জন উড়িয়ে সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তি নবায়ন

NEYMAR
নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

গুঞ্জনের অবসান ঘটিয়ে সান্তোসের সঙ্গে চুক্তি বাড়িয়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান এই সুপারস্টার ও সান্তোসের একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা এএফপিকে চুক্তি নবায়নের কথা নিশ্চিত করেছে।

গত বুধবার নেইমারের চুক্তি নবায়ন নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন জনপ্রিয় ট্রান্সফারমার্কেট বিশ্লেষক ফ্যাব্রিজিও রোমানো। পোস্টে তিনি নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তি ১ বছর বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন।

গত বুধবার সান্তোসের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, ভিডিওতে তাদের ভিলা বেলমিরো স্টেডিয়ামের একটি এরিয়াল ভিউ দেখা যাচ্ছে, পাশে লেখা রয়েছে ৩১ ডিসেম্বর, ২০২৬। সাথে আরও লেখা ‘সময় আসছে’। যদিও সেখানে নেইমারের নাম উল্লেখ করা হয়নি। নেইমারের সঙ্গে আগের চুক্তির মেয়াদ গত ৩১ ডিসেম্বর দিবাগত রাতে শেষ হয়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নবায়ন করা হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে ক্লাবের চুক্তি।



শৈশবের ক্লাবের সঙ্গে নেইমারের প্রথম মৌসুমটা ভালোভাবে খেলতে পারেননি নেইমার। ইনজুরির কারণে বারবার যেতো হয়েছে মাঠের বাইরে। তবে শেষ তিন ম্যাচে জয়ের পেছনে ৩৩ বছর বয়সী নেইমারের চার গোলের অবদান রয়েছে। এই জয়ে ডিসেম্বরে মৌসুমের শেষ দিনে সান্তোস রেলিগেশন থেকে মুক্তি পায়।

মৌসুম শেষে নেইমারের বাম হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিসকাসে অস্ত্রোপচার সম্পন্ন হয়। সান্তোসের পক্ষ থেকে জানানো হয়েছে ২২ ডিসেম্বর ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রডরিগো লাসমারের অধীনে নেইমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বার্সেলোনা, পিএসজি ও সৌদি পেশাদার ক্লাব আল-হিলালের সাবেক খেলোয়াড় নেইমার ব্রাজিলের জার্সিতে এ পর্যন্ত সর্বোচ্চ ৭৯ গোল করেছেন, কিংবদন্তী খেলোয়াড় পেলের তুলনায় যা দুই গোল বেশী।

২০২৩ সালের অক্টোবরের পর থেকে এখনো জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি নেইমারের। উরুগুয়ের বিপক্ষে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে তিনি দলের বাইরে চলে গিয়েছিলেন।

ক্রিফোস্পোর্টস/২জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল