লম্বা সময় ধরেই ইনজুরি জর্জরিত নেইমার জুরিয়র। কিছুদিন পরপরই দলে ফিরে আবারও ছিটকে যাচ্ছেন তিনি। তবে এবার দীর্ঘ একমাসের চোট কাটিয়ে ফের মাঠে নামতে যাচ্ছেন নেইমার। ব্রাজিলের ঘরোয়া লিগে সান্তোস এফসির হয়ে ফোর্তালেজার বিপক্ষে আজ রাতে খেলতে নামবেন তিনি।
গত সেপ্টেম্বরে ডান উরুর ইনজুরিতে পড়েছিলেন নেইমার জুরিয়র। যার ফলে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াডেও জায়গা হয়নি তাঁর। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে ইনজুরি কাটিয়ে প্রায় দেড় মাস পর মাঠে ফিরতে যাচ্ছেন এই নেইমার।
আজ শনিবার (১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় ভিলা বেলমিরোতে মাঠে নামবে নেইমারের দল সান্তোস। তবে দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে ফেরা নেইমারকে এই ম্যাচের শুরু একাদশে দেখার সম্ভাবনা কম। ম্যাচের মাঝে নামতে পারেন বদলি খেলোয়াড় হিসেবে।
কিন্তু আশা করা হচ্ছে, পুরোপুরি ছন্দে ফিরলে আগামী ৬ নভেম্বর পালমেইরাস ও ৯ নভেম্বর ফ্লোমিঙ্গোর বিপক্ষে কঠিন ম্যাচের শুরুর একাদশেই দেখা যেতে পারে। ২০ দলের মধ্যে ৩২ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে রয়েছে সান্তোস। অন্যদিকে ২৭ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে ফোর্তালেজা।
ফোর্তালেজা বিপক্ষে হতে যাওয়া এই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে কোচ জুয়ান পাবলো ভোজভোদা। যেখানে দলে রাখা হয়েছে নেইমার জুনিয়রকেও। সমর্থকদের আশা দীর্ঘদিন পর আজ ফের মাঠে দেখা যাবে এই ব্রাজিলিয়ান তারকাকে।
ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৫/এফএএস