Connect with us
ফুটবল

ফুরিয়ে যাননি নেইমার, প্রমাণ করলেন মাইলফলক ছুঁয়ে

Neymar
৭০০ গোলের অবদানের মাইলফলক ছুঁয়েছেন নেইমার। ছবি- এক্স

প্রতিদিন নতুন রেকর্ড গড়ছেন লিওনেল মেসি, বয়সকে বুড়ো আঙুল দেখাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইনজুরিতে জর্জরিত নেইমার যেন হারিয়ে যাচ্ছিলেন শিরোনাম থেকে। কিন্তু আবারও প্রমাণ করলেন তিনি ফুরিয়ে যাননি। সান্তোসের হয়ে মাঠে নেমে স্পর্শ করেছেন নতুন এক মাইলফলক।

কয়েকদিন আগে ক্লাব বিশ্বকাপে চমক দেখানো ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোকে হারিয়েছে নেইমারের ক্লাব সান্তোস। যদিও পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ফ্লামেঙ্গো। আর নেইমারের সান্তোসের অবস্থান ১৭তম। রেলিগেশন অঞ্চলে থাকা দলকে চমৎকার জয় এনে দিয়েছেন নেইমার।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ব্রাজিলিয়ান সিরি আ’তে নেইমারের নজরকাড়া পারফরম্যান্সে ফ্লামেঙ্গোকে ১-০ গোলে হারিয়েছে সান্তোস। ৮৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন নেইমার। ইনজুরি ও নিষেধাজ্ঞা কাটিয়ে আগের ম্যাচে ফেরা নেইমার আজ পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন।


আরও পড়ুন :

» ভুটানকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ

» শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ


চলতি মৌসুমে সান্তোসের হয়ে নেইমারের চতুর্থ গোল। লিগে অবশ্য পঞ্চম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন। এই গোলে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন তিনি। ক্যারিয়ারে ৭০০ গোলে অবদান রাখলেন নেইমার। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭৩২ ম্যাচ খেলে ৪৪৩ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৫৭টি। মোট ৭০০টি গোলের অবদানে যুক্ত নেইমারের নাম।

এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারলেও আজ মাঠে ঝলক দেখা গেছে তার পায়ে। ৮৪ মিনিটে গুইলের্মে বল পেয়ে ডি-বক্সে বাড়ান। সেখানে ছিলেন নেইমার। বল পেয়ে ফ্লামেঙ্গোর ডিফেন্ডারদের কাটিয়ে আলতো টোকায় পাঠিয়ে দেন জালে। ব্যস, দেখা মিললো চিরচেনা নেইমারের।

এদিকে আজকের এই জয়ে ১৩ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েট নিয়ে ১৭ নম্বর থেকে ১৩ নম্বরে উঠেছে সান্তোস। হেরেও সমস্যা হয়নি ফ্লামেঙ্গোর। ১৩ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে শীর্ষে থাকা দলটির পয়েন্ট ২৭।

ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৫/এজে/এনজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল