Connect with us
ফুটবল

১৮ বছর আগের স্মৃতি ফেরালেন নেইমার-কুতিনহো

সেকাল-একালে নেইমার ও কুতিনহো। ছবি- সংগৃহীত

১৮ বছর আগে শৈশবের ক্লাবের যুবদলে একসঙ্গে খেলেছিল দুই বন্ধু নেইমার ও ফিলিপে কুতিনহো। শনিবার ব্রাজিলীয় সেরি এ-র ম্যাচে সেই নস্টালজিক পুনর্মিলন বাস্তবে পরিণত হলো। এ যেন ম্যাজিক অব ফুটবল।

ভাস্কো দা গামা বনাম সান্তোসের ম্যাচটি আবেগপ্রবণ মুহূর্তে পরিণত হয়। কুতিনহো দুর্দান্ত ফর্মে ছিলেন এবং দলকে নেতৃত্ব দিয়ে ৬-০ গোলে সান্তোসকে বিধ্বস্ত করেন। তিনি দুটি অসাধারণ গোল করেন এবং মাঝমাঠ থেকে পুরো আক্রমণ নিয়ন্ত্রণে রাখেন।

অন্যদিকে নেইমারের প্রত্যাবর্তন ভক্তদের জন্য হতাশাজনক প্রমাণিত হয়। ২৫০তম ম্যাচে নেমেও তার ছন্দ মেলাতে পারেননি। ম্যাচ শেষে নেইমার স্বীকার করেন, আমি লজ্জিত এবং পুরোপুরি হতাশ।



পরাজয়ের পর সান্তোসের কোচ ক্লেবের জাভিয়েরকেও বরখাস্ত করা হয়েছে।

মাঠের এই প্রতিদ্বন্দ্বিতা প্রমাণ করলো, শৈশবের বন্ধুত্ব ও নস্টালজিয়ার আবেগের পেছনে পেশাদার ফুটবলের কঠোর বাস্তবতা প্রাধান্য পায়। কুতিনহোর জন্য এটি আত্ম-মুক্তির মুহূর্ত, আর নেইমারের জন্য এটি একটি কঠিন রাত।

শৈশবের ক্লাবের মাঠ থেকে আন্তর্জাতিক মঞ্চে এই পুনর্মিলন ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল