Connect with us
অন্যান্য

খালেদা জিয়ার মৃত্যুর খবরে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

Begum Khaleda Zia
বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের আবহ। বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও সংগঠন পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন এক শোকবার্তায় জানায়, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি, কর্মকর্তা, কোচ, রেফারি ও খেলোয়াড়রা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) এ এস এম ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কল্লোল দাশ এক যৌথ বিবৃতিতে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।



বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনও শোকবার্তায় জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর ইন্তেকালে ফেডারেশনের কর্মকর্তা-কর্মচারীরা গভীরভাবে শোকাহত। মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

বাংলাদেশ টেনিস ফেডারেশন তাদের বিবৃতিতে খালেদা জিয়াকে দেশের রাজনীতির একজন বলিষ্ঠ ও প্রভাবশালী নেত্রী হিসেবে উল্লেখ করে জানায়, তাঁর মৃত্যুতে জাতি একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। ফেডারেশনের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।

বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনও শোক প্রকাশ করে জানায়, তাদের কার্যনির্বাহী কমিটি, কোচ ও খেলোয়াড়রা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছেন।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এক শোকবার্তায় জানায়, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর নেতৃত্ব ও অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনও গভীর শোক প্রকাশ করে জানায়, তাদের কার্যনির্বাহী কমিটি, কর্মকর্তা, রেফারি ও খেলোয়াড়রা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছেন এবং দেশবাসীর এই শোক সহ্য করার শক্তি কামনা করছেন।

বাংলাদেশ উশু ফেডারেশন এক বিবৃতিতে জানায়, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য, কর্মকর্তা, কোচ ও খেলোয়াড়রা আন্তরিক শোক ও সমবেদনা প্রকাশ করছেন।

এ ছাড়া বাংলাদেশ আর্চারি ক্লাব এসোসিয়েশন (বাকা) এক শোকবার্তায় জানায়, খালেদা জিয়ার ইন্তেকালে তারা গভীরভাবে শোকাহত। সংগঠনের সকল কর্মকর্তা ও সংশ্লিষ্টরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভাবেই দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠন তাদের শোক ও সমবেদনা প্রকাশ করেছে, যা ক্রীড়াঙ্গনজুড়ে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি করেছে।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য