Connect with us
ক্রিকেট

সিরিজ নির্ধারনী ম্যাচে ভারতের বিপক্ষে বড় সংগ্রহ নিউজিল্যান্ডের

Mitchel and Phillips
মিচেল ও ফিলিপস। ছবি: সংগৃহীত

সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক ভারতকে ৩৩৭ রানের বড় লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৭ রান করেছে সফরকারী কিউয়িরা।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের শুরুতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি সফরকারীরা, ওপেনার হেনরি নিকোলস ফিরেছেন শূন্য রানেই। আর ৪ বলে ৫ রান করেন ডেভন কনওয়ে।

শুরুর চাপ সামলে নেন উইল ইয়াং ও ড্যারেল মিচেল। তবে জুটিটা বড় করা হয়নি। ৪১ বলে ৩০ রানে থামেন ইয়াং। এরপর চতুর্থ উইকেট জুটিতে ভারতীয় বোলারদের সাথে রীতিমতো ছেলেখেলা করতে থাকেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। দুজন মিলে গড়েন ২১৯ রানের বিশাল জুটি। তাতেই বড় সংগ্রহের দিকে আগায় কিউয়িরা।



৮৮ বলে ৯ চার ও ৩ ছয়ে ১০৬ রান করেন ফিলিপস, আর ১৩১ বলে ১৫ চার ও ৫ ছয়ে ১৩৭ রান করেন মিচেল। এই সেঞ্চুরিতে সিরিজে টানা দুই ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন মিচেল। শেষদিকে মিচেল হে ২, জ্যাকস ফোলকস ১০ ও ক্রিস্টিয়ান ক্লার্ক ১১ রান করেন। আর অধিনায়ক ব্রেসওয়েল ২৮ রানে ও জেমিসন ০ রানে অপরাজিত থাকেন।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন অর্শদীপ সিং ও হারশিত রানা। আর একটি করে উইকেট মোহাম্মহ সিরাজ ও কুলদীপ যাদবের।

সিরিজের প্রথম ওয়ানডেতে বিরাট কোহলি ও শুভমান গিলের ব্যাটে ভর করে ৩০০ রান টপকে ৪ উইকেটের জয় পেয়েছিল স্বাগতিকরা। আর সিরিজের দ্বিতীয় ম্যাচে ড্যারেল মিচেলের সেঞ্চুরিতে ৭ উইকেটের বড় জয় পায় নিউজিল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট