Connect with us
ক্রিকেট

৫ মে শুরু নিউজিল্যান্ড সিরিজ, সিলেট পৌঁছেছেন মুস্তাফিজরা

New Zealand series starts on May 5, Bangladesh arrives in Sylhet
এবার এ দলের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। ছবি- বিসিবি

তিন ম্যাচের ওয়ানডে এবং দুটি চারদিনের টেস্ট সিরিজ খেলতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। আগামী ৫ মে থেকে সিলেটে ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ। আসন্ন এই সিরিজের প্রস্তুতির জন্য আজ ঢাকা থেকে সিলেটে গেছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা।

গত ২৬ এপ্রিল এই সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। মূলত ‘এ’ দলের খেলার হলেও প্রথম দুই ওয়ানডের জন্য জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে ডেকেছে বিসিবি। যেখানে পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটাররা আছেন।

প্রথম ধাপে সিলেটে গিয়েছেন নুরুল হাসান সোহান, নাঈম শেখ, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমানসহ বেশ কয়েকজন ক্রিকেটার। এছাড়া বাকি ক্রিকেটাররাও শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন। আগামীকাল থেকে সিলেটে অনুশীলন শুরু করবে বাংলাদেশ

আরও পড়ুন:

» পিএসএল ২০২৫ : মুলতানের বিপক্ষে লিটনদের করাচির বড় জয়

» গেইলের রেকর্ড ভাঙা ক্রিকেটারকে ট্রায়ালে ডাকল চেন্নাই 

আগামী ৫ মে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’। সিরিজের বাকি দুই ওয়ানডে যথাক্রমে ৭ ও ১০ মে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে । তবে শেষ ম্যাচটি সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এরপর ১৪ মে থেকে সিলেটে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। প্রথম চারদিনের টেস্ট শেষে ঢাকায় পাড়ি জমাবে বাংলাদেশ। এরপর ২১ মে থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ। তবে তৃতীয় ওয়ানডে ও দুই টেস্টের দল এখনো ঘোষণা করেনি বিসিবি।

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড : এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

ক্রিফোস্পোর্টস/১মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট