আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শক্তি ও অভিজ্ঞতার মিলে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। চোট কাটিয়ে নেতৃত্বে ফিরেছেন মিচেল স্যান্টনার। তার সঙ্গে দলে জায়গা পেয়েছেন পেস বিভাগের দুই ভরসা ম্যাট হেনরি ও লকি ফার্গুসন।
দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ফার্গুসন। ২০২৪ সালের নভেম্বরে সর্বশেষ নিউজিল্যান্ডের জার্সিতে দেখা গিয়েছিল তাকে। চোটের কারণে অনিশ্চয়তায় থাকলেও স্কোয়াডে রাখা হয়েছে ফিন অ্যালেন ও মার্ক চ্যাপম্যানকে। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে জানিয়েছে, চোটে থাকা খেলোয়াড়রা ধাপে ধাপে সুস্থ হয়ে উঠছেন এবং টুর্নামেন্ট শুরুর আগেই পুরোপুরি ফিট হওয়ার পথে আছেন।
এই বিশ্বকাপে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি পেসার জ্যাকব ডাফি। দলে ফিরেছেন অ্যাডাম মিলনেও, যিনি গত জুলাইয়ের পর আর কিউইদের হয়ে খেলেননি। অভিজ্ঞ অলরাউন্ডার জেমস নিশাম থাকছেন দলে, যদিও আরেক পেসার কাইল জেমিসন জায়গা না পেয়ে ভ্রমণ রিজার্ভ হিসেবে রাখা হয়েছেন।
ব্যাটিং বিভাগে ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন ও টিম সেইফার্টকে নিয়ে গড়া হয়েছে টপ অর্ডার। এই কম্বিনেশনে জায়গা হয়নি টিম রবিনসনের। মূল উইকেটরক্ষক হিসেবে থাকছেন সেইফার্ট, বিকল্প হিসেবে দায়িত্ব সামলাবেন কনওয়ে।
দল ঘোষণার পর ভারসাম্যের দিকেই বেশি নজর দিয়েছেন প্রধান কোচ রব ওয়াল্টার। তার মতে, ব্যাটিংয়ে রয়েছে পাওয়ার ও স্কিলের সমন্বয়, বোলিংয়ে আছে ভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়ার মতো মানসম্মত বোলার, সঙ্গে একাধিক অলরাউন্ডার যা দলকে বাড়তি সুবিধা দেবে।
টি–টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে নিউজিল্যান্ড। গ্রুপে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। শক্তিশালী স্কোয়াড নিয়ে শিরোপার দৌড়ে কিউইরা যে এবারও শিরোপা জয়ের উদ্দেশ্যেই এগিয়ে যাবে তার প্রমাণ মিলেছে স্কোয়াডেই।
নিউজিল্যান্ডের টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি।
ভ্রমণ রিজার্ভ: কাইল জেমিসন
ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২৬/টিএ
