Connect with us
ক্রিকেট

বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারলো না নিউজিল্যান্ড ‘এ’ দল

Bangladesh Cricket Team (1)
নিউজিল্যান্ড এ দলকে পাত্তাই দিলো না বাংলাদেশ। ছবি- ভিডিও থেকে সংগৃহীত

বাংলাদেশ সফরের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড এ দল। সিলেটে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে সিরিজ শুরু করেছে এনামুল হক বিজয় ও নুরুল হাসান সোহানরা। আগে ব্যাটিং করে ১৪৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড এ দল। জবাবে ৩ উইকেট হারিয়ে টার্গেট ছুয়ে ফেলে স্বাগতিকরা।

দেড়শ ছোয়া লক্ষ্য পেরোতে বেশি বেগ পোহাতে হয়নি বিজয়দের। মাত্র ২৭.২ ওভার ব্যাটিং করে জয় পেয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪২ রান করেন মহিদুল ইসলাম অঙ্কন। ২০ রানে অপরাজিত ছিলেন সোহান। এছাড়া এনামুল হক বিজয় ৩৮, দুই ওপেনার নাইম হাসান ১৮ ও পারভেজ ১২ বলে ২৪ রান করেন।

এর আগে সোমবার (৫ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং করে টাইগার বোলারদের তোপের মুখে মাত্র ১৪৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড ‘এ’ দলের ইনিংস। কিউইদের শেষ উইকেটে ফক্সক্রফট এবং লিস্টারের জুটিই নিউজিল্যান্ড ‘এ’ দলের স্কোর ১৪৭ পর্যন্ত নিয়ে যায়।


আরও পড়ুন

»পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপ, বাংলাদেশ খেলবে তো?

»সাকিব-মাহমুদউল্লাহকে নিচে নামিয়ে রেকর্ড গড়লেন রিশাদ


ফক্সক্রফট সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন। ওপেনার মারিউ ছাড়া রান পাননি আর কোনো ব্যাটার। মারিউ ৪২ রান করে আউট হয়ে সাজঘরে ফিরেন। এছাড়া নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে এদিন ডাক মেরে ৫ ব্যাটার আউট হয়েছেন।

ম্যাচ শুরু হলে প্রথম ১০ ওভারেই ২১ রান তুলতে ৪ উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা। ৫ম উইকেটে ৩৫ রানের একটা জুটি গড়ে তারা। এরপর  নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড দল। ৮৫ রান করতেই ৯ উইকেট হারায় সফরকারীরা। এরপর ফক্সক্রফট এবং লিস্টারের ব্যাট থেকে আসে ৬২ রান।

বাংলাদেশের হয়ে বল হাতে ৩টি করে উইকেট তুলে নিয়েছেন তানভির ইসলাম এবং খালেদ আহমেদ। আর ২ টি করে উইকেট নিয়েছে শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

ক্রিফোস্পোর্টস/৫মে২৫/এজে/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট