
আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার অংশ হিসেবে চলতি মাসের শেষদিকে পাকিস্তান সফর করার কথা রয়েছে বাংলাদেশের। প্রথমে সিরিজে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও এশিয়া কাপ টি-টোয়েন্টিকে সামনে রেখে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় দুই দেশের বোর্ড। তবে এবার সিরিজে এসেছে নতুন মোড়।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ সংখ্যা কমে এসেছে। পাঁচ টি-টোয়েন্টির পরিবর্তে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এমনটাই দাবি পাকিস্তানের গণমাধ্যমের। তবে বোর্ডের পক্ষে থেকে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
মূলত ভারত-পাকিস্তানের সামরিক সহিংসতার জেরে স্থগিত হয়েছিল পিএসএল। স্থগিত হওয়ার পর ১৭ তারিখ পুনরায় মাঠে গড়ায় টুর্নামেন্টটি। তবে স্থগিত না হলে হলে ১৮ তারিখ ফাইনালের মধ্য দিয়ে শেষ হতো এবারের আসর। কিন্তু নতুন সূচি অনুযায়ী ২৫ তারিখ ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
আরও পড়ুন :
» ক্যারিয়ার নষ্টের অভিযোগ তুলে বিচার চাইলেন নারী ক্রিকেটার
» ইমন-মুস্তাফিজের অভাবে হেরেছে বাংলাদেশ : ভারতীয় মিডিয়া
পিএসএলের নতুন সূচির প্রভাব পড়েছে বাংলাদেশ সিরিজেও। ২৫ তারিখেই শুরু হওয়ার কথা ছিল আসন্ন টি-টোয়েন্টি সিরিজ। তবে পিএসএলের কারণে দুইদিন পিছিয়ে ২৭ তারিখ থেকে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। আর ম্যাচ সংখ্যা কমে যাওয়ায় এই মাসেই শেষ হবে এই সিরিজ।
পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তিন টি-টোয়েন্টির সম্ভাব্য তারিখ ২৭, ২৯ ও ৩১ মে। আর সবগুলো ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হতে পারে ম্যাচগুলো।
গতকাল রাতে দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীনের মধ্যে বৈঠক হয়েছে। আর সেখানে পিসিবিকে ম্যাচ কমানোর প্রস্তাব দেয় বিসিবি। জানা গেছে, ঈদের আগেই বাড়ি ফেরার জন্য বোর্ডের কাছে অনুরোধ করেছেন ক্রিকেটাররা। যে কারণে ম্যাচ সংখ্যা কমানোর প্রস্তাব রাখে বিসিবি।
এদিকে আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ বেড়েছে। আগামীকাল সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। সিরিজ শেষে ২২ মে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা রয়েছে লিটনদের।
ক্রিফোস্পোর্টস/২০মে২৫/বিটি
