
গেল বছর সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে লেগেছে পরিবর্তনের হাওয়া যার ব্যতিক্রম ছিল না দেশের ক্রীড়াঙ্গন। সেই ধারাবাহিকতায় আজ নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
জাতীয়তাবাদী ঘরানার সংগঠকদের সমন্বয়ে গঠিত হবে এই ক্রীড়া সংগঠন। জানা গেছে এই সংগঠনের নাম হবে– বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। আঞ্চলিক ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্যে এই সংগঠনটি কাজ করবে বলে জানা যাচ্ছে।
আজ শনিবার বেলা ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে। আজ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
আরও পড়ুন:
» সামিতকে জুনের ম্যাচ খেলাতে ফিফা ক্লিয়ারেন্সের শেষ সময় কবে?
» হার্দিকের কপালে ৭ সেলাই, কী ঘটেছিল তার সাথে?
বর্তমান বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে রয়েছেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। দেশের ক্রীড়ার উন্নয়নে সকল দিক থেকে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করছেন তিনি। নতুন আত্মপ্রকাশ ঘটতে যাওয়া এই সংগঠন ক্রীড়ার মান উন্নয়নে কতটা ভূমিকা রাখতে পারে, এখন সেটাই দেখার বিষয়।
ক্রিফোস্পোর্টস/৩মে২৫/এফএএস
