Connect with us
ক্রিকেট

মাঠে ফিরছে খেলা

বিপিএলে নাটকীয়তা শেষে নতুন সূচি ঘোষণা

মিরপুরে টিম বাস। ছবি- ক্রিফো স্পোর্টস

টানটান উত্তেজনা আর দিনভর নাটকীয়তার পর অবশেষে মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটারদের বয়কট আর বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবির পর বিপিএলের দ্বাদশ আসরের বাকি অংশের নতুন সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। তিন ভেন্যুর পরিবর্তে এবার খেলা কেবল ঢাকা ও সিলেটে সীমাবদ্ধ থাকায় এবং মাঝপথে খেলা স্থগিত হওয়ায় এই সমন্বয় করা হয়েছে।

গত বৃহস্পতিবার ক্রিকেটারদের দাবির মুখে বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে এম নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ার পর অচলাবস্থা কাটে। কোয়াব ও বিসিবির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবারের স্থগিত হওয়া ম্যাচ দুটি আজ (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

নতুন সূচি অনুযায়ী, লিগ পর্বের ম্যাচগুলো একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। ১৬ জানুয়ারির ম্যাচ ১৭ তারিখে এবং ১৭ জানুয়ারির ম্যাচ ১৮ তারিখে অনুষ্ঠিত হবে। একইভাবে ১৯ জানুয়ারির প্লে-অফ ম্যাচগুলো ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তবে ফাইনালের তারিখ পূর্বনির্ধারিত ২৩ জানুয়ারিই বহাল রাখা হয়েছে। এর ফলে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দলকে পরপর দুদিন মাঠে নামতে হবে।



বিপিএলের পরিবর্তিত সূচি

লিগ পর্ব

তারিখ দল     সময়
১৬ জানুয়ারি চট্টগ্রাম রয়ালস বনাম নোয়াখালী এক্সপ্রেস    দুপুর ২টা
১৬ জানুয়ারি রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স    সন্ধ্যা ৭টা
১৭ জানুয়ারি  রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস     দুপুর ১টা
১৭ জানুয়ারি চট্টগ্রাম রয়ালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স    সন্ধ্যা ৬টা
১৮ জানুয়ারি রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস     দুপুর ১টা
১৮ জানুয়ারি চট্টগ্রাম রয়ালস বনাম ঢাকা ক্যাপিটালস    সন্ধ্যা ৬টা

প্লে-অফ

২০ জানুয়ারি এলিমিনেটর (পয়েন্ট টেবিলের তৃতীয় বনাম চতুর্থ স্থানধারী) দুপুর ১টা
২০ জানুয়ারি প্রথম কোয়ালিফায়ার(প্রথম বনাম দ্বিতীয় স্থানধারী) সন্ধ্যা ৬টা
২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার (প্রথম কোয়ালিফায়ারে পরাজিত বনাম এলিমিনেটরে জয়ী সন্ধ্যা ৬টা

ফাইনাল

২৩ জানুয়ারি প্রথম বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার বিজয়ী সন্ধ্যা ৭টা

 

বিসিবি জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতেই এই জরুরি পরিবর্তন আনা হয়েছে।

ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৬/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট