Connect with us
ফুটবল

২০২৬ বিশ্বকাপের নতুন নিয়ম: ম্যাচ থাকবে ৪ ভাগে বিভক্ত

Football World Cup Trophy
২০২৬ বিশ্বকাপ ফুটবল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের খুব বেশি দেরি নেই। ইতিমধ্যেই বিশ্বকাপকে ঘিরে নানান আয়োজন সম্পন্ন হয়ে গেছে। বিশ্বকাপ ড্র, ম্যাচের সময়সূচি সবই সম্পন্ন হয়েছে। এবার ২০২৬ বিশ্বকাপকে ঘিরে আরও বড় একটি পরিবর্তন আনছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত এই আসরের প্রতিটি ম্যাচে দুই অর্ধের মাঝপথে বাধ্যতামূলক তিন মিনিটের পানি পানের বিরতি থাকবে। অর্থাৎ প্রতিটি ম্যাচ মূলত চার পর্বে বিভক্ত হয়ে যাবে।

ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াবে জুনের দ্বিতীয় সপ্তাহে। সেই সময় এমনিতেই তাপমাত্রা বাড়তির দিকে থাকবে। ফলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আগেই ধরে নিয়েছে ফিফা। খেলোয়াড়দের নিরাপত্তা ও শারীরিক সক্ষমতার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা এমনটা জানিয়েছেন আয়োজকেরা। খেলা যেখানেই হোক, স্টেডিয়ামে ছাদ থাকুক বা না থাকুক, ঠান্ডা কিংবা গরম সব ম্যাচেই ২২ মিনিটের মাথায় খেলা থামবে তিন মিনিটের জন্য।

মার্কিন স্বাগতিক কমিটির প্রধান টুর্নামেন্ট কর্মকর্তা মানলো জুবিরিয়ার কথায় বিষয়টি আরো স্পষ্ট করেছেন। তিনি বলেন, মাঠের পরিস্থিতি বা তাপমাত্রার ওপর নির্ভর না করে সব ম্যাচে এই বিরতি কার্যকর থাকবে। তাপমাত্রা কম হোক বা বেশি, মাঠের পরিস্থিতি যাই হোক এই নিয়ম প্রতি ম্যাচেই চালু থাকবে। তাছাড়া কোচ, সম্প্রচারকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার পরেই ফিফা নিয়মটি চূড়ান্ত করেছে।



এদিকে, এর আগেও বিশেষ পরিস্থিতিতে পানি পানের বিরতি দেখা গেছে বিভিন্ন টুর্নামেন্টে। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে অতিরিক্ত গরমের কারণে কিছু ম্যাচে বিরতি দেওয়া হয়েছিল। সেই টুর্নামেন্টে তাপমাত্রা কখনো কখনো ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছিল। বেনফিকার ফরোয়ার্ড আন্দ্রিয়াস শেলডেরাপ তখন বলেছিলেন, এত গরমে খেলা একেবারেই স্বাভাবিক ছিল না। চেলসির মিডফিল্ডার এনজো ফের্নান্দেজও একই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। খেলার মাঝেই মাথা ঘুরে তিনি মাঠে লুটিয়ে পড়েছিলেন। তাই এসব তিক্ত অভিজ্ঞতা বিবেচনায় নিয়েই ফিফা কর্তৃপক্ষ সকলের সম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, আগামী ১১ জুন মাঠে গড়াবে ২০২৬ বিশ্বকাপের আসর। পূর্ণাঙ্গ সূচি আগেই প্রকাশ করেছে ফিফা। এবারের আসরে অংশ নেওয়া মোট ৪৮ টি দলকে ১২ টি গ্রুপে ভাগ করা হয়েছে। নতুন কোয়ার্টার-ভিত্তিক বিরতি এই বিশ্বকাপের খেলার ধরনে আলাদা পরিবর্তন এনে দেবে বলেই ধারণা করা হচ্ছে।

ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল