Connect with us
ফুটবল

ফিফা বিশ্বকাপে আসছে নতুন নিয়ম, প্রতি ম্যাচে তিনবার বিরতি

Fifa World Cup 2026
ফিফা বিশ্বকাপ ট্রফি। ছবি- সংগৃহীত

যত সময় গড়াচ্ছে ততই আলোচনা বাড়ছে আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে। এবার জানা গেল আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজন হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে থাকছে নতুন নিয়ম। কেবল ম্যাচের মাঝামাঝি সময়ে নয়; বরং প্রতি ম্যাচের ভেতর থাকবে তিনবার বিরতি।

বিশ্বকাপ চলাকালীন সময়ে আগামী বছরের জুনে উত্তর আমেরিকা অঞ্চলে থাকবে বেশ উষ্ণ আবহাওয়া। ধারণা করা হচ্ছে আসন্ন এই বিশ্বকাপ হতে পারে ফুটবল ইতিহাসের সব থেকে উষ্ণতম বৈশ্বিক আসর। মূলত এই আবহাওয়ার কথা চিন্তা করে ম্যাচের উভয় অর্ধের মাঝামাঝি সময়েও থাকবে পানি পানের বিরতি।

অর্থাৎ প্রথমার্ধের ২২ মিনিট পর এবং দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৭তম মিনিটে খেলা বন্ধ করে দেবেন রেফারি। সে সময় আনুষ্ঠানিকভাবে সংক্ষিপ্ত সময়ের জন্য পানি পান করার এবং নিজেদের ঠান্ডা করার সুযোগ পাবেন ফুটবলাররা। গতকাল ৮ ডিসেম্বর (সোমবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার– ফিফা।



ফিফা বলেছে, নতুন নিয়মটি আগের নিয়মগুলোকে আরও সহজ করে তুলবে। পূর্বেও ফুটবল ম্যাচে একাধিক বিরতির নিয়ম ছিল। মূলত আগের নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে প্রতি অর্ধের ৩০ মিনিট পর ‘কুলিং ব্রেক’ দেওয়া হতো। তবে আসন্ন বিশ্বকাপে তাপমাত্রা যাই হোক না কেন বিরতি থাকছেই।

উল্লেখ্য, চলতি বছরের জুন-জুলাই মাসেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ। সেই টুর্নামেন্টেই অতিরিক্ত তাপমাত্রা ও আদ্রতা প্রভাব ফেলেছিল বেশ কিছু ম্যাচে। রাখতে হয়েছিল অতিরিক্ত পানি ও তোয়ালে। পূর্ব অভিজ্ঞতা মাথায় রেখে তাই আগেভাগেই নতুন এই নিয়মের দিকে হেঁটেছে ফিফা।

ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল