Connect with us
ক্রিকেট

নতুন দায়িত্ব মিরাজ–শান্তদের কাঁধে

মেহেদী হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

অনুষ্ঠিত হয়েছে ক্রিকেটারদের অন্যতম সংগঠন ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)’–এর প্রথম সভা। একাধিক ক্রিকেটারের ওপর দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন।

গত শনিবার (২৫ অক্টোবর) অনলাইনে অনুষ্ঠিত এই সভায় যুক্ত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। খেলোয়াড়দের কল্যাণে তহবিল সংগ্রহের প্রতিশ্রুতি দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘কোয়াবকে অবশ্যই বাংলাদেশের সব পুরুষ ও নারী ক্রিকেটারের আস্থা অর্জন করতে হবে। কোয়াবের সর্বপ্রথম অগ্রাধিকার আমাদের ক্রিকেটাররা। আমরা আমাদের ব্যস্ত সূচি থেকে ক্রিকেটারদের সাহায্য করা ও কোয়াবকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সময় বের করব।’

সংগঠনটির প্রথম সভায় স্থায়ী কমিটির প্রধান ঘোষণা করে তাঁদের সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়। অনলাইন সভায় শামসুর রহমানকে দেওয়া হয় প্রশাসন কমিটির দায়িত্ব, ইরফান শুক্করের ওপর দেওয়া হয় অর্থ কমিটির দায়িত্ব, শাহরিয়ার হোসেন বিদ্যুৎকে দেওয়া হয় প্রাক্তন খেলোয়াড় কমিটির দায়িত্ব। এছাড়াও আকবর আলী এবং নাজমুল হোসেন শান্তকে করা হয় বর্তমান পুরুষ খেলোয়াড় কমিটির প্রধান এবং রুমানা আহমেদকে করা হয় বর্তমান নারী খেলোয়াড় কমিটির প্রধান।



সংগঠনটির তহবিল সংগ্রহ কমিটিতে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ এবং ইমরুল কায়েসকে। নুরুল হাসান সোহানের ওপর দেওয়া হয়েছে মিডিয়া ও যোগাযোগ কমিটির দায়িত্ব এবং মোহাম্মদ মিঠুন ও মুমিনুল হককে করা হয়েছে ইভেন্ট কমিটির প্রধান। কোয়াবের সভায় কর্পোরেট ব্যক্তিত্ব শেহজাদ মুনিম ও সাংবাদিক মোহাম্মদ ইসামকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট