
গেল কিছুদিন ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান অস্থিরতার প্রভাব পড়েছিল দেশ দুটির ক্রিকেটাঙ্গনেও। প্রশ্ন উঠেছিল এমন পরিস্থিতিতে পাকিস্তান সফরে যাবে কিনা বাংলাদেশ দল। তবে সকল শঙ্কা উড়িয়ে দিয়ে এই সিরিজে বাধা নেই বলে আশার কথা শুনিয়েছিল বিসিবি। তবে এবার পিএসএলের নতুন সময়ের ঘোষণায় পেছাতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।
এর আগে ভারতের সঙ্গে অস্থিরতার জেরে টুর্নামেন্টের লিগ পর্বে শেষ দিকের খেলা স্থগিত করতে বাধ্য হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এবার নতুন করে টুর্নামেন্টের বাকি অংশ খেলার সময় জানিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নকভি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
পিএসএলের নতুন সময় ঘোষণা দিয়ে মহসিন নাকভি লিখেছেন, ‘এইচবিএল পিএসএল-টেন ঠিক সেখান থেকেই শুরু হবে যেখানে থেমেছিল। ৬ দল, শূন্য শঙ্কা। আসুন সবাই এক হয়ে ক্রিকেটের চেতনাকে সম্মান জানাই। ১৭ মে থেকে শুরু হচ্ছে বাকি রোমাঞ্চকর ৮ ম্যাচ। ২৫ মে ফাইনালের জন্য সকল দলকে শুভকামনা।’
আরও পড়ুন:
» দ্বিগুণ বেতন পাবেন আনচেলত্তি, বিশ্বকাপ জেতাতে পারলেই বড় বোনাস
» টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল আমিরাত যাচ্ছে বাংলাদেশ
এদিকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৫ মে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। তবে সেদিন এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হলে বাংলাদেশ ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। কেননা পাকিস্তান জাতীয় দলের অসংখ্য ক্রিকেটার ব্যস্ত থাকবেন পিএসএলের ফাইনাল ম্যাচ নিয়ে।
এতে টি-টোয়েন্টি সিরিজ শুরুর সময় কিছুটা পিছিয়ে যেতে পারে। অবশ্য এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানায় নিয়ে উভয় দেশের ক্রিকেট বোর্ড। তবে আপাতত সূচি অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজ শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়বেন টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/১৩মে২৫/এফএএস
