Connect with us
ফুটবল

নতুন ফিফা র‌্যাঙ্কিং প্রকাশিত, কোথায় আছে জামাল-হামজারা?

Bangladesh football team with Hamza Chowdhury
বাংলাদেশ ফুটবল দল। ছবি- সংগৃহীত

এর আগে সর্বশেষ ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের র‍্যাঙ্কিং প্রকাশ করেছিল জুলাই মাসে। যেখানে বাংলাদেশ ফুটবল দলের অবস্থান ছিল ১৮৪ তম স্থানে। এবার নতুন করে হালনাগাদ হয়েছে ফিফার সেই র‌্যাঙ্কিং। এর মাঝে লাল-সবুজের প্রতিনিধিরা খেলেছে নেপালের বিপক্ষে ম্যাচ। তবে নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন আসেনি বাংলাদেশের অবস্থানে।

আজ মঙ্গলবার ফিফা প্রকাশ করেছে পুরুষ দলের নতুন র‌্যাঙ্কিং। এর আগে জুলাই আগস্টে ছিল না বাংলাদেশ ফুটবল দলের কোন ম্যাচ। তবে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল তপু বর্মনদের। যদিও দেশটির অস্থিতিশীল পরিস্থিতির কারণে কেবল এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। সেটিও অবশ্য হয়েছিল গোলশূন্য ড্র।

১৭৬ তম অবস্থানে থাকা নেপালকে রুখে দেওয়ার পরেও নিজেদের অবস্থানে খুব একটা পরিবর্তন আসেনি লাল-সবুজের প্রতিনিধিদের। একইভাবে নিজেদের অবস্থানে অপরিবর্তিত রয়েছে নেপালও।



বাংলাদেশের র‌্যাঙ্কিং খুব একটা পরিবর্তন না এলেও বিশ্ব ফুটবলের শীর্ষ সারিতে এসেছে বড় রদবদল। যেখানে দীর্ঘদিন পর নিজেদের শীর্ষস্থান হারাতে হয়েছে আর্জেন্টিনাকে। লিওনেল মেসির দল নেমে এসেছে তৃতীয় অবস্থানে। সবার উপরে উঠে গেছে স্পেন। এরপরে দ্বিতীয় নাম্বারে রয়েছে ফ্রান্স।

আর্জেন্টিনার মতো র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলেরও। পঞ্চম অবস্থান থেকে তারা নেমে এসেছে ছয় নম্বরে। আর ব্রাজিলকে টপকে পাঁচ নম্বর অবস্থানে উঠে এসেছে সাম্প্রতিক সময় দুর্দান্ত ফর্মে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল। এছাড়া এক ধাপ করে এগিয়ে যথাক্রমে নবম এবং দশম অবস্থানে রয়েছে ক্রোয়েশিয়া এবং ইতালি।

ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল