Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমারের সেই ক্যাচ নিয়ে নতুন বিতর্ক

সূর্যকুমার যাদবের সেই ক্যাচ নিয়ে মন্তব্য করেছেন আম্বাতি রায়ডু। ছবি- সংগৃহীত

বার্বাডোজের রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছিল ভারত। সেই ম্যাচে মোড় ঘুরেছিল শেষ ওভারে সূর্যকুমার যাদবের দুর্দান্ত এক ক্যাচে। বাউন্ডারির কিনারে ভারসাম্য রক্ষা করে ডেভিড মিলারকে সাজঘরে ফেরান তিনি। তবে সেই ঐতিহাসিক ক্যাচ নিয়ে এবার প্রশ্ন তুললেন ভারতের সাবেক ক্রিকেটার আম্বাতি রায়ডু।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, রায়ডু দাবি করেছেন- সূর্যর ক্যাচের আগেই বাউন্ডারির দড়ি সরানো হয়েছিল। সে সময় তিনি ধারাভাষ্যকার হিসেবে মাঠে ছিলেন।

শুভঙ্কর মিশ্র নামে একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রায়ডু বলেন, বিরতির সময় সম্প্রচারকারী সংস্থা বাউন্ডারির ধারে চেয়ার রেখেছিল। সে সময় দড়ি কিছুটা সরানো হয়েছিল। পরে সেটা আগের জায়গায় ফেরানো হয়নি। ফলে বাউন্ডারি কিছুটা বড় হয়ে যায়।



এ ঘটনার জন্য ভারতের সাবেক সাবেক এই ক্রিকেটার দায় চাপিয়েছেন সম্প্রচারকারীদের ওপর।

শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১৬ রান। হার্দিক পান্ডিয়ার বলে মিলারের শট বাউন্ডারির বাইরে যাওয়ার মতোই দেখাচ্ছিল। কিন্তু সূর্যকুমার দৌড়ে এসে বল তালুবন্দি করেন, বাইরে গিয়ে ফের ভেতরে ঢুকে ক্যাচ সম্পূর্ণ করেন। সেটি যদি ছক্কা হতো- প্রোটিয়াদের হাতে থাকত ৫ বলে ১০ রান- ম্যাচের ছবিই তখন বদলে যেত।

রায়ডু অবশ্য সূর্যের কৃতিত্ব অস্বীকার করেননি। তিনি বলেন, দড়ি যদি আগের জায়গায় থাকত তবে সেটা ছক্কা হত কি না বলতে পারবো না। তবে সূর্য যেভাবে ভারসাম্য রেখে দৌড়ে ক্যাচ ধরেছিল, সেটা অসাধারণ। ওই ম্যাচে স্রষ্টা আমাদের পাশে ছিলেন।

এদিকে রায়ডুর এ মন্তব্যে আবারও বিতর্ক শুরু হয়েছে। বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা আনুষ্ঠানিক অভিযোগ না করলেও পাকিস্তান ও বাংলাদেশের সমর্থকদের একাংশ অভিযোগ করেছিলেন বাউন্ডারির দড়ি সরানো হয়েছিল। কারও মতে, সূর্যের পা দড়িতেও লেগেছিল। এবার সেই পুরনো বিতর্ক নতুন করে উসকে দিলেন রায়ডু।

ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট