
বার্সেলোনার দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছেই না। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ ইন্টার মিলানের সঙ্গে ড্র করার পর এবার এলো নতুন দুঃসংবাদ—দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার জুল কুন্দে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন।
যদিও এখনো ক্লাবের পক্ষ থেকে তাঁর চোটের নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি, তবে স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, কুন্দের সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। ফলে আগামী মঙ্গলবার ইন্টারের বিপক্ষে ফিরতি লেগে এবং ১১ মে লা লিগায় এল ক্লাসিকোতেও তাঁর খেলা নিশ্চিতভাবেই অনিশ্চিত।
ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ম্যাচের ৪২তম মিনিটে মাঠ ছাড়েন কুন্দে। প্রথমে তাঁর চোট গুরুতর নয় বলেই ধারণা করা হয়েছিল। তবে পরদিন বার্সেলোনা ক্লাব এক বিবৃতিতে জানায়, পরীক্ষায় তাঁর হ্যামস্ট্রিং চোট ধরা পড়েছে। ফলে কিছুদিন বিশ্রামে থাকতে হবে ২৬ বছর বয়সী এই ডিফেন্ডারকে।
আরও পড়ুন
» মেসির ১৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন রাফিনিয়া
» জল্পনার অবসান, বিদেশি প্রেমিকাকে সামনে আনলেন শিখর ধাওয়ান
চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন কুন্দে। কোচ হ্যান্সি ফ্লিকের আস্থাভাজন হয়ে উঠেছেন তিনি। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার ৫৪টি ম্যাচের ৫৩টিতেই মাঠে নেমেছেন তিনি। লিগে সর্বশেষ মায়োর্কার বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে কেবলমাত্র বিশ্রামের জন্য বাইরে রাখা হয়েছিল তাঁকে।
ডিফেন্ডার হয়েও শুধু রক্ষণ সামলান না কুন্দে, গোল করতেও পারেন। চলতি মৌসুমে তাঁর গোল সংখ্যা ৪টি। কোপা দেল রে ফাইনালে অতিরিক্ত সময়ে করা তাঁর গোলেই ৩-২ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জেতে বার্সেলোনা।
তাই স্বাভাবিকভাবেই ভক্তরা চায়, দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরুন জুল কুন্দে।
ক্রিফোস্পোর্টস/২মে২৫/আইএএইচআর/এনজি
