
চলতি বছরের আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু আপাতত সিরিজটি স্থগিত হয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে সাদা বলের এই সিরিজটি।
ভারত না আসায় এই ফাঁকা সময়টা কাজে লাগাতে চায় বাংলাদেশ। তাছাড়া সেপ্টেম্বরে মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ। তাই আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। কিন্তু এই সময়ে বেশিরভাগ দলেরই ব্যস্ত সূচি থাকাই আইসিসির সহযোগী দলগুলোর সঙ্গে সিরিজ খেলার ব্যাপারে আলোচনার কথা জানিয়েছিল বোর্ড। এই তালিকায় ছিল নেপাল ও নেদারল্যান্ডস।
আগস্টে সিরিজ খেলার জন্য বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছে নেদারল্যান্ডস! দেশের একটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে একজন বিসিবি পরিচালক। যদিও সবকিছু এখনো চূড়ান্ত হয়নি। তবে আগস্টের ১৯ থেকে ২৫ তারিখের মধ্যে আয়োজিত হতে পারে এই সিরিজ। সবকিছু চূড়ান্ত হলেই বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
আরও পড়ুন:
» শেষ মুহূর্তের গোলে দলকে জিতিয়ে ম্যাচসেরা হলেন ঋতুপর্ণা
» সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান, এবারও ম্যাচ বাতিল করবে ভারত?
এশিয়া কাপ সামনে রেখে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে একটি স্কিল এবং ফিটনেস ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশ দলের। সেখানেই চলবে এশিয়া কাপের প্রস্তুতি। তবে কোনো কারণে বিদেশি দল না আসলে জাতীয় পর্যায়ের সেরা খেলোয়াড়দের নিয়ে দুটি দল গঠন করে সিরিজ আয়োজন করবে বিসিবি।
আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। যেখানে বি গ্রুপ থেকে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এবারের টুর্নামেন্টটি আয়োজিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৫/বিটি
