বিশ্বকাপের টিকিট নিশ্চিতের জন্য নেদারল্যান্ডসের লক্ষ্য ছিল খুবই সহজ। জায়গা নিশ্চিতের জন্য এক পয়েন্ট পেলেই হত। কিন্তু নেদারল্যান্ডস দল সেই হিসাবে থেমে থাকেনি। লিথুয়ানিয়াকে পুরো ম্যাচ জুড়ে চাপে রেখে বড় ব্যবধানে জিতে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে ডাচরা। সোমবার রাতে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে বাছাইপর্বের শেষ রাউন্ডে তারা জিতেছে ৪–০ গোলে।
ম্যাচের শুরু থেকেই ছিল নেদারল্যান্ডসের দারুণ নিয়ন্ত্রণ। ১৬তম মিনিটে লিথুয়ানিয়ার ডিফেন্সের ভুল থেকে বল পেয়ে ফ্রেংকি ডি ইয়ং বক্সে বাড়িয়ে দেন। টিজানি রেইডার্স ছুটে গিয়ে বল নিয়ে শটে গোল করে দলকে এগিয়ে নেন। ৩০তম মিনিটে আরেকটি সুযোগ তৈরি হয় তার সামনে, তবে গোল পোস্টে লেগে তা ফেরত চলে আসে।
বিরতির পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে মাঠে নামে ডাচরা এবং চার মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচ শেষ করে ফেলে। ৫৮তম মিনিটে প্রতিপক্ষের হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন কোডি হাকপো। দুই মিনিট পর হাকপোর পাস ধরে বক্সে ঢুকে জোরাল শটে গোল করেন শাভি সিমন্স। আর ৬১তম মিনিটে পাল্টা আক্রমণে বল টেনে নিয়ে বক্সে ঢুকে চতুর্থ গোলটি করেন ডোনিয়েল মালেন।
তারপর কয়েকটি পরিবর্তন এনে দলের সামঞ্জস্য ঠিক রাখার চেষ্টা করেন কুমান। ম্যাচে সুযোগ আরও তৈরি হলেও বাড়তি গোল পাওয়া হয়নি। তবে নেদারল্যান্ডসের লক্ষ্য পূরণ আগেই নিশ্চিত হয়ে যায়।
এদিকে আট ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে থেকে বাছাই শেষ করেছে নেদারল্যান্ডস। একই সময়ে মাল্টাকে ৩–২ গোলে হারিয়ে ১৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়া পোল্যান্ড গেছে প্লে–অফে। বিদায় নিয়েছে ফিনল্যান্ড, মাল্টা ও লিথুয়ানিয়া।
এদিকে চারটি গোল করে পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখেছে নেদারল্যান্ডস। আর শেষ পর্যন্ত সহজ জয় নিয়ে গ্রুপের শীর্ষ থেকেই নিজেদের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ডাচরা।
ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৫/টিএ