
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (সোমবার) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। দ্বিতীয় ম্যাচে এসো কবিতা করতে পারেনি ডাচরা। টাইগারদের দাপুটে বোলিংয়ে কোনোমতে শতরান তুলেই গুটিয়ে গেছে সফরকারীরা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ১০৩ রান তুলে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন আরিয়ান দত্ত। ২৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। এ ছাড়া ভিক্রামজিৎ সিং ১৭ বলে ২৪, শারিজ আহমাদ ১৭ বলে ১২ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।
এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় নেদারল্যান্ডস। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে জোড়া আঘাত হানেন নাসুম আহমেদ। দ্বিতীয় বলে ম্যাক্স ও’দাউদ এবং তৃতীয় বলে আনিল তেজা নিদামানুরুর উইকেট তুলে নেন এই স্পিনার। এরপর স্কট এডওয়ার্ডসকে নিয়ে নিয়ে বিপত্তি সামাল দেয়ার চেষ্টা করেন ভিক্রামজিৎ সিং। তবে দলীয় ৩৭ রানেই ভিক্রামজিৎ সিংকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন তাসকিন আহমেদ।
এই জুটি ভাঙার পর আর দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডস। তাসকিন-নাসুমদের দুর্দান্ত বোলিংয়ের পর উইকেট শিকারের তালিকায় যোগ দেন মুস্তাফিজ- তানজিম সাকিবরাও। তবে শেষ উইকেটে আরিয়ান দত্তের কল্যাণে ২২ রান যোগ করে ডাচরা। এতে শতরান তুলতে সক্ষম হয় ডাচরা।
বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ২১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন নাসুম আহমেদ। ৪ ওভারে ২২ রান দিয়ে তাসকিন আহমেদ ২টি এবং ৩ ওভারে ১৮ রান দিয়ে মুস্তাফিজুর রহমানও ২টি উইকেট তুলে নেন। এ ছাড়া শেখ মেহেদি ও তানজিম সাকিব একটি করে উইকেট নেন।
ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৫/বিটি
