Connect with us
ফুটবল

হামজার সঙ্গে খেলতে মুখিয়ে আছে নেপালি ফুটবলাররা

Nepali footballers are eager to play alongside Hamza.
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নেপালের কোচ ও অধিনায়ক। ছবি- সংগৃহীত

ফিফা প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নেপাল ফুটবল দল। আগামীকাল (বৃহস্পতিবার) মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে হামজা চৌধুরীর বিপক্ষে একই মাঠে খেলতে মুখিয়ে আছে নেপালি ফুটবলাররা।

গত সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল সফর করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে হামজাকে কাছ থেকে দেখার অপেক্ষায় ছিলেন নেপালের সমর্থকেরা। একইসঙ্গে ফুটবলাররা মুখিয়ে ছিলেন হামজার বিপক্ষে খেলতে। তবে তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। নেপাল সফরে ছিলেন না হামজা।

তবে এবার প্রীতি ম্যাচ খেলবেন হামজা। তার সঙ্গে খেলতে মুখিয়ে আছে নেপালি ফুটবলাররা। আজ বুধবার (১২ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন নেপালের অধিনায়ক কিরণ চেমজং।



কিরণ বলেন, ‘আমি তাকে (হামজা) নেপালে দেখতে চেয়েছিলাম। তার বিপক্ষে খেলার জন্য আমরা উন্মুখ ছিলাম। কিন্তু সে সময় তিনি আসেননি। এবার ঢাকায় তার বিপক্ষে খেলব। তাকে দেখতে উন্মুখ নেপালের সমর্থকেরাও। তারা এই ম্যাচের নিউজ দেখছে, সবসময় আপডেট রাখছে।’

এর আগে নেপালের মাঠে দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়েছিল। নেপালের সরকার পতনের কারণে ম্যাচটি বাতিল করা হয়েছিল। তবে এবার বাংলাদেশকে ঘরের মাঠে এগিয়ে রাখছেন নেপালের কোচ হড়ি খাড়কা। তিনি বলেন, ‘বাংলাদেশ নিজেদের সমর্থকদের সামনে খেলবে। স্বাভাবিকভাবেই তারা এগিয়ে থাকবে।’

আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকা জাতীয় স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল