Connect with us
ফুটবল

আসছে নেপাল, খেলবে ১৩ নভেম্বর বাংলাদেশে বিপক্ষে

বাংলাদেশ ফুটবল দল
বাংলাদেশ ফুটবল দল। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত প্রীতি ম্যাচ বাতিল হওয়ার পর নতুন প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাফুফের একটি সূত্র জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

এর আগে সেপ্টেম্বরে নেপাল সফরে গিয়েছিল বাংলাদেশ। ৬ সেপ্টেম্বরের প্রথম ম্যাচটি খেললেও, ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে বাতিল হয়। এবার নেপালই আসছে ঢাকায় ফিরতি ম্যাচ খেলতে। যদিও বাফুফে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেনি।

এদিকে, ১৮ নভেম্বর ঢাকায় হওয়ার কথা ছিল এশিয়ান কাপ বাছাইয়ের আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, সময় কম থাকায় ম্যাচটা আর ঢাকায় হচ্ছে না। সব প্রস্তুতি থাকলেও, এএফসির এই সিদ্ধান্তে হতাশ বাফুফে।



বাফুফে এক বিবৃতিতে বলেছে, “এএফসির ব্যাখ্যায় আমরা মোটেও সন্তুষ্ট না।” তারা এএফসি আর মিয়ানমার ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক আপত্তিও জানিয়েছে। সেই সঙ্গে ম্যাচটা স্থগিত রেখে মার্চে বাংলাদেশে আয়োজনের অনুরোধ করেছে।

উল্লেখ্য, ১৮ নভেম্বর ঢাকাতেই এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুই দলই বাছাই থেকে ছিটকে পড়েছে, তাই এই ম্যাচটা এখন মূলত মর্যাদা রক্ষার লড়াই। কারণ হংকংয়ের বিপক্ষে ম্যাচ হেরে বাংলাদেশ তাকিয়ে ছিল ভারতের ম্যাচের দিকে। কেননা তারা জয় পেলে বাংলাদেশের আশা কিছুটা হলেও টিকে থাকতো। কিন্তু ভারতের হারের মধ্য দিয়ে দুই দলেরই বিদায় নিশ্চিত হয়েছে। এখন চার ম্যাচ শেষে বাংলাদেশ ও ভারত দুই দলের পয়েন্টই ২। অন্যদিকে হংকং ও সিঙ্গাপুরের সমান ৮ পয়েন্ট করে। সি- গ্রুপ থেকে তাই মূলপর্বে যাচ্ছে হংকং অথবা সিঙ্গাপুর। তবে ভারতের সমান ২ পয়েন্ট হলেও টেবিলের তিনে অবস্থান করছে বাংলাদেশ। বিপরীতে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে ভারত। তাই শেষ ম্যাচে বাংলাদেশ ও ভারত দুই দলই চাইবে জয় নিয়ে ফেরার জন্য।

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল