
টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেই বাজিমাত করেছে নেপাল। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে তারা।
এর আগে ৮টি টি-টোয়েন্টি সিরিজ খেলে ৪ টিতে জিতেছে তারা, হেরেছে ৩ টিতে এবং অপর ম্যাচটি ড্র হয়েছে। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে পরপর দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়ে সিরিজ নিশ্চিত করেছে নেপাল।
সংযুক্ত আরব আমিরাতের সারজায় প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯ রানে জিতেছে নেপাল। ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান করেছিল তারা। রান তাড়া করতে নেমে ২০ ওভার খেলে ৯ উইকেটে ১২৯ রানে থােমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
গতরাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একই ভেন্যুতে টসে জিতে ব্যাটিং নেয় নেপাল। আসিফ শেখের ৪৭ বলে অপরাজিত ৬৮ ও সন্দীপ জোরার ৩৯ বলে ৬৩ রানে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান তোলে তারা। রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত তারা ১৭.১ ওভারে ৮৩ রান করে অলআউট হয়ে যায়। ম্যাচে ৪ ওভারে ২৪ রান দিয়ে নেপালের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আদিল আলম। ১৬ রান দিয়ে ৩ উইকেট কুশল ব্রুতেলের।
ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৫/এআই
