অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিং তান্ডবে দলীয় ১৫০ রানের আগেই গুটিয়ে যায় নেপাল অনূর্ধ্ব-১৯ দল।
এশিয়া কাপের গ্রুপ ‘বি’ এর খেলা ছিল আজ। যেখানে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। টাইগারদের দুর্দান্ত বোলিং তান্ডবে ৩১.১ ওভারে ১৩১ রানেই গুটিয়ে যায় নেপাল।
প্রথমে ব্যাট করতে নেমে সাহিল প্যাটেল ও নিরাজ কুমারের কল্যাণে উড়ন্ত শুরু পায় নেপাল। পাওয়ারপ্লেতে ১০ ওভারে দুই উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬০ রান। তারপর আর এর পরেই বাজিমাত করে বসে বাংলাদেশের যুবারা। অন্যদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেপাল। দলীয় ৮১ রানের মধ্যেই হারিয়ে বসে প্রথম সারির ৬ ব্যাটসম্যান। সেখান থেকে দলকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন আশিস লুহার ও অভিষেক থিওয়ারি। দুজনে গড়েন ৩৮ রানের পার্টনারশিপ। ২৩ রান করে আউট হন আশিস লুহার। অন্যদিকে নেপালের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন অভিষেক থিওয়ারি (৩০)। দুজনের আউট হবার পর ৩১.১ ওভারে ১৩১ রানেই অলআউট হয়ে যায় নেপাল।
এদিকে বাংলাদেশের বোলিং বিভাগ ছিল দুর্দান্ত। মোহাম্মদ সবুজ ২৭ রানের বিনিময়ে ৩ উইকেট সংগ্রহ করেন। এছাড়াও সাদ ইসলাম, শাহরিয়ার আহিমেদ ও অধিনায়ক তামিম নেন দুটি করে উইকেট।
দ্বিতীয় ইনিংসে ১৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নামবে টাইগার যুবারা। এই ম্যাচে জয়লাভ করতে পারলে এশিয়া কাপের সেমিফাইনালের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে আফগানিস্তান।
উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮ বল হাতে রেখেই জয়লাভ করে বাংলাদেশ। শিরোপা ধরে রাখাই লক্ষ্য টাইগার যুবাদের।
ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৫/টিএ
