Connect with us
ক্রিকেট

বিপিএল খেলতে জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন নিশাম

NEESHAM
রাজশাহীর জার্সিতে জিমি নিশাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলছেন কিউয়ি পেস অলরাউন্ডার জিমি নিশাম। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে নিউজিল্যান্ড। এই সময়ে জাতীয় দলের হয়ে ভারত সফরে যাবার কথা নিশামের। তবে রাজশাহীর প্রধান কোচ হান্নান সরকারের অনুরোধে জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন নিশাম।

গতকাল (রোববার) ৪১ রানে স্বাগতিক ভারতকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। আগামী ২১ জানুয়ারি শুরু হবে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেখানেই খেলার কথা ছিল নিশামের।

বিপিএলের বাকী ম্যাচগুলো খেলতে ইতোমধ্যেই নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) সঙ্গে কথা বলে ২৩ জানুয়ারি পর্যন্ত বোর্ডের অনাপত্তি পত্র (এনওসি) নিয়েছেন নিশাম। দলের প্রতি কিউই অলরাউন্ডারের এমন নিবেদনে খুশি রাজশাহীর প্রধান কোচ।



সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা এক পোস্টে হান্নান বলেছেন, ‘শুরুতেই বলি, জাতীয় দলের খেলা থাকলেও নিশাম রাজশাহী ওয়ারিয়র্সের সাথে থাকছে বিপিএলের শেষ পর্যন্ত। নিশামকে যখন রিকোয়েস্ট করলাম কোনোভাবে থাকা যায় কি না, সে নিজেও আগ্রহ দেখিয়েছিলো। কিন্তু নিশাম আগ্রহ দেখালেই তো শুধু হবে না, দিনশেষে জাতীয় দলের খেলা, নিশামকে যেতেই হতো। আমাদের দলে নিশামের মতো একজনকে ঐ পজিশনে খুব দরকার তা সবাই জানতাম। তাই যতটা চেষ্টা করার সুযোগ ছিল, আমরা করেছি।’

নিশামের নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড থেকে এনওসি নেওয়ায় বিস্মিত হান্নান। তিনি বলেন, ‘বাকি যত প্রসেস সব নিশাম নিজে করেছে। নিজ দেশের ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ, এনওসির ব্যবস্থা থেকে শুরু করে সবই। রাজশাহী ফাইনালে গেলে সেই ম্যাচটা খেলেই ফিরবে সে, এই কথাটাই বলছিলো আমায় তখন। এই হলো ছবির গল্প।’

ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট