Connect with us
ক্রিকেট

শেষ ওভারে দরকার ১ রান, পরপর ৫ উইকেট হারিয়ে টাই হলো ম্যাচ

England domestic
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লীগ। ছবি: সংগৃহীত

ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, তার আরও একবার প্রমাণ মিলল ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে। গত শনিবার চেশায়ার কাউন্টি ক্রিকেট লিগে এক অবিশ্বাস্য ঘটনা ঘটল, যেখানে নিশ্চিত জেতা ম্যাচ শেষ ওভারে পাঁচ উইকেট হারিয়ে টাই করে বসল একটি দল!

মাইকেল হিবার্ট ক্রিকেট গ্রাউন্ডে ব্রামহলের বিপক্ষে মাঠে নেমেছিল মার্পেল। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মার্পেল ৪৯ ওভার শেষে ৫ উইকেটে ২০১ রানে ছিল, অর্থাৎ শেষ ওভারে মাত্র ১ রান দরকার ছিল জয়ের জন্য, হাতে ছিল ৫ উইকেট। কিন্তু এরপর যা ঘটল, তা ক্রিকেট ইতিহাসে বিরল। মাত্র শূন্য রানে আরও পাঁচটি উইকেট হারিয়ে তারা ২০১ রানেই অলআউট হয়ে যায় এবং ম্যাচ টাই হয়।

আরও পড়ুন:

» লর্ডস টেস্ট চলাকালেই দুঃসংবাদ পেল ভারত

» আলকারাজের স্বপ্ন ভেঙে উইম্বলডনের নতুন রাজা সিনার

ইনিংসের ৫০তম ওভারে প্রথম বলেই বোল্ড হন অ্যান্ড্রু ওয়াইল্ড, পরের বলেই জোয়েল গ্রেসেলি। তৃতীয় বলে এডওয়ার্ড স্কেলটন এলবিডব্লিউ হলে প্যাটেল হ্যাটট্রিক পূর্ণ করেন! পরপর তিন বলে তিন উইকেট হারিয়ে মার্পেল স্নায়ুর চাপে পড়ে যায়, কিন্তু তারপরও তাদের জয়ের সম্ভাবনাই বেশি ছিল। চতুর্থ বলে প্যাটেল মার্পেলের ১০ নম্বর ব্যাটার বেন বেইলিকে আউট করে দেন।

এরপর ব্যাট করতে আসেন মার্পেলের অধিনায়ক জেম হার্স্ট। জয়ের জন্য তার প্রয়োজন ছিল ২ বলে ১ রান, হাতে ছিল শেষ উইকেট। পঞ্চম বলটি অফসাইডের দিকে ঠেলে দিয়ে এক রানের জন্য দৌড় শুরু করেন মার্পেলের অধিনায়ক তবে অপর ব্যাটসম্যান রান-আউট হয়ে যান! ফলস্বরূপ, ৪৯ ওভারে ৫ উইকেটে ২০১ রান থেকে ৪৯.৫ ওভারে ২০১ রানে অল-আউট হয়ে যায় মার্পেল।

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট