
ফুটবলের প্রতি মানুষের আবেগ অনুভূতি কতটা বেশি তা যেন আবারও প্রমাণ হয়ে গেল। আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলা দেখার জন্য প্রাথমিক পর্যায়ে দেখা গেছে মানুষের ব্যাপক আগ্রহ। গতকাল শুক্রবার ফিফার প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, বিশ্বকাপের টিকিট কেনার জন্য লটারিতে আবেদন করেছেন ৪৫ লাখের বেশি বা প্রায় অর্ধকোটির কাছাকাছি মানুষ।
প্রথম পর্বের টিকিট বিক্রয়ের জন্য আবেদন কার্যক্রম চলে ৯ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। তাদের মধ্যে কারা টিকিট ক্রয়ের সুযোগ পাবেন তা ২৯ সেপ্টেম্বর থেকে মেইলের মাধ্যমে জানানো হবে। এরপর ১ অক্টোবর থেকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে টিকিট ক্রয় করার সুযোগ পাবেন প্রত্যাশীরা। প্রথম পর্যায়ে কেবল ভিসা ক্রেডিট কার্ডধারীরাই আবেদন করতে পেয়েছিলেন।
আসন্ন ২০২৬ বিশ্বকাপের টিকিট কেনার জন্য সবচেয়ে বেশি আবেদন এসেছে টুর্নামেন্টের মূল স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া আয়োজক অন্য দুই দেশ মেক্সিকো ও কানাডা থেকেও উল্লেখযোগ্যসংখ্যক মানুষ আবেদন করেছেন টিকিট ক্রয়ের জন্য। শুক্রবার প্রাথমিক পর্যায়ের আবেদন শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফিফা।
টিকিট নিয়ে এমন বিপুল আগ্রহ দেখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘সংখ্যাগুলো শুধু চমকপ্রদই নয়; বরং শক্তিশালী বার্তাও দিচ্ছে। পুরো বিশ্ব চাইছে ফিফা বিশ্বকাপ ২০২৬–এর অংশ হতে, যা হবে ইতিহাসের সবচেয়ে বড়, অন্তর্ভুক্তিমূলক ও রোমাঞ্চকর আয়োজন। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো থেকে শুরু করে বিশ্বের ছোট-বড় সব দেশের সমর্থকেরা আবারও প্রমাণ করলেন, ফুটবলের প্রতি আবেগই মানুষকে একত্র করে।’
আসন্ন বিশ্বকাপে ১০৪টি ম্যাচের টিকিট বিক্রয় করা হবে। যেখানে গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের দাম শুরু হবে সর্বনিম্ন ৬০ ডলার থেকে। এদিকে প্রাথমিক পর্যায়ের আবেদন থেকে বাছাইকৃত সকলেই যে টিকিট পাবেন, তারও নিশ্চয়তা নেই। তবে সকলেই যেন টিকিট পান সেজন্য একজন ব্যক্তি প্রতি ম্যাচে কিনতে পারবেন সর্বোচ্চ চারটি টিকেট। আর গোটা টুর্নামেন্টে একজন কিনতে পারবেন সর্বোচ্চ ৪০টি টিকিট।
ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৫/এফএএস
