গেল আসরে রাজশাহীকে নিয়ে বিতর্ক থাকলেও বিপিএলের এবারের আসরে রাজশাহী ওয়ারিয়র্স পুরো ব্যতিক্রম। নতুন ফ্র্যাঞ্চাইজি হলেও প্রস্তুতিতে ঘাটতি রাখেনি দলটি। শক্তিশালী স্কোয়াড গঠন, টিম ম্যানেজমেন্টে পেশাদারিত্ব সব মিলিয়ে শুরু থেকেই নজর কেড়েছে রাজশাহী। সেই ধারাবাহিকতায় এবার অধিনায়কত্বের সিদ্ধান্তও চূড়ান্ত করেছে তারা।
দল পরিচালনায় নেতৃত্বের ভার দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তর হাতে। জাতীয় দলের টেস্ট অধিনায়ককে নেতৃত্বে রেখে বিপিএলে নিজেদের পথচলা শুরু করবে রাজশাহী। নিলামের আগেই ডিরেক্ট সাইনিংয়ে শান্তকে দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি, এবার তার ওপরই আস্থা রাখল নেতৃত্বের ক্ষেত্রেও।
এদিকে প্রধান কোচ হিসেবে হান্নান সরকারের নাম অনেক আগেই ঘোষণা করেছিল রাজশাহী। তার অধীনে কোচিংয়ের পাশাপাশি মাঠে রাজশাহী কেমন পারফর্ম করবে, তা নিয়ে কৌতূহল ছিল আগেই। নেতৃত্বের প্রশ্নে অবশ্য বিকল্পের অভাব ছিল না। স্কোয়াডে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীও রয়েছেন দলে। তানজিদ হাসান তামিম, ইয়াসির আলী চৌধুরীরাও নেতৃত্বের অভিজ্ঞতায় পিছিয়ে নন। তবে সব দিক বিবেচনায় টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে শান্তর ওপর।
জাতীয় দলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা, শান্ত স্বভাব আর মাঠে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এই তিনটি দিকই তাকে এগিয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া এই স্কোয়াডে শান্ত কতটা ভারসাম্য আনতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।
একনজরে রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াডে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রবিউল ইসলাম, ওয়াসী সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখাইর এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান ও জিমি নিশাম।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে আসন্ন বিপিএল। এবারের বিপিএলের পর্দা উঠবে সিলেট পর্ব দিয়ে। আর শেষ হবে ঢাকা পর্ব দিয়ে। নতুন দলসহ এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল।
ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২৫/টিএ
